আজ : বুধবার ║ ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৩শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে গুগলের ডিজিটাল জার্নালিজম ও এআই প্রশিক্ষণ সম্পন্ন

দেশচিন্তা ডেস্ক: সংবাদ সংগ্রহ থেকে প্রচার- সব ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাব বৃদ্ধি এবং ভুয়া খবর, বিভ্রান্তিকর তথ্য ও ডিপফেক ভিডিও তৈরিসহ নানাবিধ চ্যালেঞ্জ মোকাবেলায় সাংবাদিকতা শিক্ষার্থীদের তথ্য যাচাই ও প্রযুক্তি ব্যবহারে আরো দক্ষ করে তুলতে রবিবার (১২ অক্টোবর ২০২৫) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অনুষ্ঠিত হয় ‘ডিজিটাল জার্নালিজম: ইনফরমেশন ক্রেডিবিলিটি অ্যান্ড এআই লিটারেসি ট্রেনিং’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।
গুগলের উদ্যোগে এবং প্রথম আলোর ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রশিক্ষণে বিভাগের প্রায় ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হলেও বিভাগের অধিকাংশ শিক্ষকও এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সহিদ উল্যাহ, অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজগর চৌধুরী, অধ্যাপক ড. মোহাম্মদ মোরশেদুল ইসলাম, অধ্যাপক ড. আতিকুর রহমান, ড. মোঃ শহীদুল হক, শাহাব উদ্দিন, ফারজানা করিম, এ. কে. এম. জিয়াউর রহমান খান, ড. মোহাম্মদ দেলোয়ার হোসেন, সায়মা আলম, হামিদা সুলতানা, ড. আব্দুর রাজ্জাক ও নাজনীন আক্তার।
কর্মশালায় অংশগ্রহণকারীরা তথ্য যাচাই, বিশ্লেষণ ও প্রতিবেদন তৈরির পাশাপাশি গুগলের আধুনিক এআই টুল নোটবুক এলএম, জেমিনি, পিনপয়েন্ট ও গুগল ট্রেন্ডস ব্যবহারের বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ লাভ করেন। প্রশিক্ষণে বক্তারা ডিজিটাল কনটেন্ট তৈরির কৌশল, পাঠক ও শ্রোতা সম্পৃক্ততা বৃদ্ধি ও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) এর নানা দিক নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। উদ্বোধনী অধিবেশনের সভাপতিত্ব করেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি রওশন আক্তার। সঞ্চালনা করেন বিভাগের প্রভাষক মোহাম্মদ আতিক উল্লাহ। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল আলম চৌধুরী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, গণমাধ্যম ও যোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল কাবিল খান ও প্রথম আলো ডিজিটাল বিজনেস বিভাগের সিনিয়র ম্যানেজার আ ফ ম খায়রুল বাশার। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। সভাপতির বক্তব্যে রওশন আক্তার বলেন, সময় ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের দক্ষ হওয়া এখন সময়ের দাবি। গুগল ও প্রথম আলোর এই যৌথ উদ্যোগ আমাদের শিক্ষার্থীদের বিশ্বমানের সাংবাদিকতায় প্রস্তুত হতে সহায়তা করবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ