আজ : মঙ্গলবার ║ ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

জার্মানির টানা তৃতীয় জয়

দেশচিন্তা ডেস্ক: ইউরো অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে টানা তৃতীয় জয় পেয়েছে জার্মানি। নর্দার্ন আয়ারল্যান্ডকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

বেলফাস্টের উইন্ডসর পার্কে সোমবার রাতে ‘এ’ গ্রুপের ম্যাচে ১-০ ব্যাবধানে জিতেছে জার্মানি। ম্যাচের ৩১তম মিনিটে একমাত্র গোল করেন নিক ভল্টামাডা।

গত সেপ্টেম্বরে ঘরের মাঠে নর্দার্ন আয়ারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছিল জার্মানি।

শক্তির বিচারে জার্মানি অনেক এগিয়ে থাকলেও তাদের খেলায় সেই ছাপ ছিল না। দুই দল মিলিয়ে প্রথমার্ধে এই একটি শট লক্ষ্যে রাখতে পারে।

সব মিলিয়ে ম্যাচে ৬৮ শতাংশ বলের দখল রেখেও ১১টি শট নিয়ে স্রেফ দুটি লক্ষ্যে রাখতে পারে জার্মানরা। বিপরীতে ১২টি শট নিয়ে তিনটি লক্ষ্যে রাখে নর্দান আয়ারল্যান্ড। তবে জালের দেখা পায়নি তারা।

গ্রুপের অন্য ম্যাচে ঘরের মাঠে ২-০ গোলে লুক্সেমবার্গকে হারিয়েছে স্লোভাকিয়া। নিজেদের প্রথম ম্যাচে জার্মানিকে হারিয়েছিল তারা।

৪ ম্যাচে তিনটি করে জয় জার্মানি ও স্লোভাকিয়ার। সমান ৯ পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে জার্মানি। দুইয়ে স্লোভাকিয়া। ৬ পয়েন্ট নিয়ে তিনে আছে নর্দার্ন আয়ারল্যান্ড। এখনও জয়ের খোঁজে থাকা লুক্সেমবার্গ তলানিতে।

একই রাতে ‘জে’ গ্রুপের ম্যাচে কেভিন ডে ব্রুইনার জোড়া পেনাল্টিতে ওয়েলসকে ৪-২ গোলে হারিয়েছে বেলজিয়াম। ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে তারা। ১০ পয়েন্ট নিয়ে তিনে ওয়েলস। ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে নর্থ মেসিডোনিয়া।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ