আজ : মঙ্গলবার ║ ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ║ ৮ই শাবান, ১৪৪৭ হিজরি

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আবু কালাম (৩৬) নামে হত্যা মামলার এক আসামির মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সকালে অসুস্থ হয়ে পড়ার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আবু কালাম কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার বাসিন্দা। নগরীর বাকলিয়া থানার বগারবিল শান্তিনগর এলাকায় ভাড়া থাকতেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন জানান, সকালে হাজতী আবু কালাম হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। কারা হাসপাতালে নেওয়ার পরও অবস্থার অবনতি হলে তাকে দ্রুত চমেক হাসপাতালে পাঠানো হয়। সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে জেল সুপার বলেন, বুকে ব্যথা ও শ্বাসকষ্টজনিত জটিলতায় তাঁর মৃত্যু হয়েছে।

পুলিশ জানায়, নিহত আবু কালাম নগরীর বাকলিয়া থানার শান্তিনগর বগারবিল এলাকার গ্যারেজ মালিক মো. সাজন মিয়া (৪৭) হত্যা মামলার আসামি ছিলেন। গত ৭ সেপ্টেম্বর রাতে ওই হত্যাকাণ্ডের পর তাকে গ্রেপ্তার করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ