
দেশচিন্তা ডেস্ক: আফ্রিকার পঞ্চম দল হিসেবে আগামী বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ঘানা। ঘরের মাঠে কমোরোজকে ১-০ গোলে হারিয়ে উৎসব রাঙায় ‘দা ব্ল্যাক স্টার্স’ নামে খ্যাত দলটি।
অন্য ম্যাচের ফল পক্ষে আসায় এই ম্যাচ হেরে গেলেও বাধা থাকত না। তবে মোহাম্মাদ কুদুসের গোলে জয় দিয়েই উপলক্ষ রাঙায় ঘানা।
আফ্রিকান অঞ্চলের বাছাইপর্বে ‘আই’ গ্রুপের সেরা হয়ে বিশ্বকাপের টিকেট পেল ঘানা।
এই নিয়ে পাঁচবার বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করল দলটি। ২০০৬ সালে প্রথমবার বিশ্বকাপ খেলে দ্বিতীয় রাউন্ডে যায় তারা। ২০১০ বিশ্বকাপে চমকে দেয় কোয়ার্টার-ফাইনাল খেলে। পরে ২০১৪ ও ২০২২ বিশ্বকাপে বিদায় নেয় গ্রুপ পর্ব থেকে।
এই অঞ্চল থেকে আগের রাউন্ডেই বিশ্বকাপ নিশ্চিত করা মিশর জয় দিয়ে শেষ করেছে বাছাইপর্ব। মোহামেদ হামদির গোলে তারা হারায় গিনি বিসাউকে।
পড়েছেনঃ ১৮