আজ : মঙ্গলবার ║ ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সেভিয়ার বিপক্ষে ৪ গোল হজম করে ধরাশায়ী বার্সেলোনা

দেশচিন্তা ডেস্ক: সুযোগ ছিল রিয়াল মাদ্রিদকে টপকে লা লিগার শীর্ষস্থান আবার দখল করার। কিন্তু রবার্ত লেভানদোভস্কির পেনাল্টি মিসের ম্যাচে মুখ থুবড়ে পড়ল বার্সেলোনা। দুই অর্ধে দুবার করে জাল কাঁপিয়ে তাদেরকে ধরাশায়ী করল সেভিয়া।

রোববার (০৫ অক্টোবর) রাতে প্রতিপক্ষের মাঠে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরেছে হান্সি ফ্লিকের শিষ্যরা। সেভিয়ার হয়ে লক্ষ্যভেদ করেন আলেক্সিস সানচেজ, ইসাক রোমেরো, হোসে আনহেল কারমোনা ও অ্যাকর অ্যাডামস। বার্সার একমাত্র গোলটি আসে মার্কাস র‍্যাশফোর্ডের পা থেকে।

এই ম্যাচের আগে চলতি মৌসুমের লা লিগায় একমাত্র দল হিসেবে অপরাজিত ছিল কাতালানরা। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তাদের টানা দ্বিতীয় হার। গত সপ্তাহে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের মাঠে পিএসজির কাছে ২-১ গোলে পরাস্ত হয়েছিল তারা।

৮ ম্যাচে ১৯ পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বার্সা। ২১ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল। আপাতত চারে উঠে এসেছে ১৩ পয়েন্ট পাওয়া সেভিয়া।

জমজমাট লড়াইয়ের শুরুর দিকেই বার্সেলোনা বিপত্তিতে পড়ে। রোনাল্দ আরাউহো ডি-বক্সে অপ্রয়োজনে রোমেরোকে টেনে ধরলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। ১৩তম মিনিটে বার্সার সাবেক ফরোয়ার্ড সানচেজ সহজেই গোলরক্ষক ভোইচেখ শেজনিকে ভুল দিকে পাঠিয়ে গোল করেন।

এরপর রোমেরো দুটি সুযোগ নষ্ট করেন— একবার শেজনি তার শট ঠেকান, আরেকবার তিনি বল বাইরে মারেন। তবে তৃতীয়বার কোনো ভুল করেননি। ৩৬তম মিনিটে রুবেন ভার্গাসের পাস থেকে নিচু শটে তিনি লক্ষ্যভেদ করে সেভিয়ার ব্যবধান দ্বিগুণ করেন।

বার্সা খেলায় ফেরার রসদ পায় প্রথমার্ধের যোগ করা সময়ের সপ্তম মিনিটে। পেদ্রির ক্রস থেকে দুর্দান্ত ভলিতে ঠিকানা খুঁজে নেন র‍্যাশফোর্ড। লা লিগায় এটি তার প্রথম গোল।

বিরতিতে ফ্লিক কিছু পরিবর্তন আনেন একাদশে। আরাউহো ও জেরার্দ মার্তিনের বদলে মাঠে নামেন এরিক গার্সিয়া ও আলেহান্দ্রো বাল্দে। তারপরও দ্বিতীয়ার্ধের শুরুতে সেভিয়াই আক্রমণে এগিয়ে থাকে।

তবে বদলি হিসেবে নামার পরপর আদনান ইয়ানুজাই ডি-বক্সে বাল্দেকে ফাউল করলে বার্সা পায় পেনাল্টি। সমতায় ফেরার সুবর্ণ সুযোগ আসে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের সামনে। কিন্তু ৭৬তম মিনিটে লেভানদোভস্কি দুইবার থেমে শট নিতে গিয়ে বল পোস্টের বাইরে মেরে দেন।

এগিয়ে থাকার আত্মবিশ্বাস পুঁজি করে শেষদিকে সেভিয়া আবার তেতে ওঠে। নির্ধারিত সময়ের শেষ মিনিটে কারমোনা নিচু শটে জাল কাঁপিয়ে ব্যবধান বাড়ান। আর যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে অ্যাডামস গোল করে বার্সার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ