আজ : মঙ্গলবার ║ ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

চট্টগ্রামের আইন-শৃংখলা বাহিনীর দক্ষতা প্রশংসনীয়, তবে ট্রাফিক ব্যবস্থাপনাকে আরো আধুনিকায়ন করতে হবে: মুহাম্মদ নজরুল ইসলাম

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতে ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দূর্গা পুজার আনুষ্ঠানিকতা সফলভাবে সম্পন্ন করার ক্ষেত্রে চট্টগ্রামের পুলিশ ও সিভিল প্রশাসন দক্ষতার সাথে দায়িত্ব পালনের জন্য তাদেরকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, চট্টগ্রামে মোড়ে মোড়ে ট্রাফিক অব্যবস্থাপনার কারণে মূল্যবান অনেক কর্মঘন্টা নষ্ট হচ্ছে, এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। চট্টগ্রামের ট্রাফিক ব্যবস্থাপনাকে আরো আধুনিকায়ন করতে হবে।

তিনি আসন্ন চাকসু নির্বাচনের সফলতা কামনা করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকসহ সংশ্লিষ্ট সকল মহলকে যথাযথভাবে দায়িত্ব পালনের আহবান জানান।

বৃহস্পতিবার (০২ অক্টোবর) রাতে দেওয়ান বাজারস্থ নগর জামায়াতের কার্যালয়ে (বিআইএ) অনুষ্ঠিত বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় উক্ত বৈঠকে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার, মোহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, নগর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-১০ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এ কে এম ফজলুল হক, ডা. ছিদ্দিকুর রহমান, চট্টগ্রাম মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, আবুহেনা মোস্তফা কামাল, হামেদ হাসান ইলাহী, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, আমির হোছাইন, প্রফেসর ড. মাহবুবুর রহমান, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, ফখরে জাহান সিরাজী সবুজ, মাহমুদুল আলম।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ