আজ : বুধবার ║ ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৩শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বান্ধব’

দেশচিন্তা ডেস্ক: অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নবাগতা মৌ খান অভিনীত প্রতীক্ষিত সিনেমা ‘বান্ধব’। এর আগে একাধিকবার সিনেমাটির মুক্তির তারিখ চূড়ান্ত হলেও নানা কারনে শেষ পর্যন্ত সরে দাঁড়ায় প্রযোজনা প্রতিষ্ঠান।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৩ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত ছবি” বান্ধব” অনুপম কথাচিত্র নির্মিত, অনুপ কুমার বড়ুয়া ও হাবিব খান প্রযোজিত এই ছবিতে “জন্ম পরিচয়হীন” একটি শিশুর কথা তুলে ধরা হয়েছে। শক্তিমান অভিনেতা গাজী রাকায়েত, মৌ খান, জয়রাজ, সুমিত সেনগুপ্ত, হাবিব খান প্রমুখ এতে অভিনয় করেছেন। ছবিটি পরিচালনা করছেন সুজন বড়ুয়া।

সিনেমাটি মুক্তির ব্যাপারে নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম কথাচিত্রের স্বত্বাধিকারী অনুপ বড়ুয়া।

তিনি বলেন, ‘বেশ কয়েকবার সিনেমাটির মুক্তির তারিখ চূড়ান্ত করেও পরিস্থিতি অনুকূলে না থাকার কারণে সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াই। এখন সিনেমা মুক্তির উপযুক্ত সময় এসেছে। তাছাড়া আমাদের এখন ভালো সিনেমার সংকট। এজন্য সিনেমাটা আর আটকে রাখতে চাই না। সবকিছু বিবেচনা করে ৩ অক্টোবর মুক্তি দিচ্ছি,

সিনেমাটি নিয়ে আশাবাদী মৌ খান। তিনি বলেন, ‘এই সিনেমায় নিজেকে নতুন করে আবিষ্কার করেছি। এবারই প্রথম নিজেকে নায়িকা না ভেবে একজন অভিনেত্রী ভেবে কাজ করেছি। আমার জন্য পুরো জার্নিটা চ্যালেঞ্জিং ছিল। আমি নিজেও অপেক্ষায় ছিলাম কবে মুক্তি পাবে, অবশেষে মুক্তি পাচ্ছে। আশা করি, সিনেমাটি দর্শকরা পছন্দ করবেন।’

সিনেমাটিতে ময়লা আবর্জনায় ভরা ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া একটি জন্ম পরিচয়হীন শিশুর গল্প উঠে এসেছে ‘বান্ধব’ সিনেমায়।

‘বান্ধব’-এ পাঁচটি গান রয়েছে, যার মধ্যে চারটি লিখেছেন সুদীপ কুমার দ্বীপ এবং অন্যটি লিখেছেন মুনশী ওয়াদুদ। সংগীত পরিচালনা করেছেন শেখ সাদী খান ও এম এ রহমান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ