আজ : বুধবার ║ ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৩শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

শারদীয় দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমীর নজরুল ইসলামের শুভেচ্ছা

দেশচিন্তা ডেস্ক: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রাম মহানগরী হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা এবং প্রশাসনের প্রতি নিরাপত্তা প্রদানের আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমীর বিশিষ্ট পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম এক বিবৃতি প্রদান করেছেন-

বিবৃতিতে তিনি বলেন, “আজ শনিবার (১০ আশ্বিন ১৪৩২ বাংলা, ২৭ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি) সন্ধ্যা থেকে মহাপঞ্চমীর আনুষ্ঠানিকতার মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হলো, যা বিজয়া দশমীর (১৫ আশ্বিন ১৪৩২ বাংলা, ২ অক্টোবর ২০২৫ ইংরেজি) মধ্য দিয়ে পরিপূর্ণতা লাভ করবে। এ উপলক্ষে আমি চট্টগ্রাম মহানগরীসহ দেশের সকল হিন্দু সম্প্রদায়ের মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি কামনা করছি—চট্টগ্রাম মহানগরীসহ সারা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠুক।”

তিনি বলেন, “আইন-শৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে দায়িত্ব পালন শুরু করেছেন। আমাদের স্থানীয় নেতৃবৃন্দকে আয়োজক ও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিয়মিত মতবিনিময় করে পাশে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি অসহায় ও দরিদ্র হিন্দু ভাইবোনদের খোঁজখবর রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। জামায়াত মনোনীত জাতীয় সংসদ প্রার্থীগণ ও আসন পরিচালকগণকেও সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে মনিটরিং করার জন্য বলা হয়েছে।”

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ