আজ : বুধবার ║ ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৩শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

চকরিয়ায় স্বামীর মারধরে স্ত্রী নিহত

দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারের চকরিয়ার হারবাংয়ে স্বামীর মারধরে হুসনারা বেগম (২৪) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসকের কাছে নেওয়ার পর ওই গৃহবধূ মারা যান।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় নিহতের স্বামী এমরানকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এমরান ওই এলাকার ছৈয়দুল আমিনের ছেলে। এই দম্পতির ৮ মাস বয়সী এক শিশু সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হুসনারা বেগমের স্বামী মো. এমরানের সঙ্গে মঙ্গলবার রাতে রান্না করা তরকারি নষ্ট হওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। এ নিয়ে মারধরের ঘটনা ঘটে। বুধবার বিকেলে আহত স্ত্রীকে স্থানীয় আজিজনগর এলাকায় চিকিৎসকের কাছে নিয়ে গেলে ওই গৃহবধূকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, পিটিয়ে আহত করার পরদিন হুসনারা নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। হারবাং পুলিশ ফাঁড়ির এসআই মফিজুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। গৃহবধূর মাথার দুপাশে ফোলা জখম রয়েছে। মৃত্যুর কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী এমরানকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ