আজ : বুধবার ║ ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৩শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

খাগড়াছড়িতে আধা বেলা সড়ক অবরোধ চলছে

দেশচিন্তা ডেস্ক: স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে এবং অভিযুক্ত ব্যক্তিদের বিচারের দাবিতে খাগড়াছড়ি জেলায় আধা বেলা সড়ক অবরোধ চলছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ৩টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অবরোধ চলবে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর থেকে জেলায় দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অবরোধকারীরা বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন। তবে এখন পর্যন্ত জেলার কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, জনজীবনে যাতে কোনো ক্ষতি না হয়, সে জন্য আমরা মাঠে আছি। ভোরে অবরোধ সমর্থকরা বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে এবং আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সতর্কতার কারণে তা সফল হয়নি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ