আজ : বৃহস্পতিবার ║ ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৪শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

মিরসরাইয়ে নেশাগ্রস্থ ৩ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড

দেশচিন্তা ডেস্ক: মিরসরাই প্রতিনিধি : মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভায় পরিত্যক্ত স্থানে নেশাগ্রস্ত অবস্থায় ৩ জনকে আটক করে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বারইয়ারহাট পৌরসভার উত্তর বাস স্টপেজের পেছনে পৌরসভার বাজার সেট থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো মৃত সিদ্দিকুর রহমানের ছেলে মো: শাহাদাত (৪৫), মো. সোহেলের ছেলে মো: শাহেদ (২২), মৃত জসিম উদ্দিনের ছেলে মো. সাগর (২২)।
মাদকদ্রব্য আইনে মোবাইল কোর্ট পরিচালনা করেন মীরসরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আলা উদ্দিন কাদের। তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া উক্ত স্থানে ফেলে যাওয়া অবস্থায় মাদক দ্রব্য ও মাদক সেবনের কিছু উপকরণ পাওয়া যায়; যা বিনষ্ট করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ