দেশচিন্তা ডেস্ক: মিরসরাই প্রতিনিধি : মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভায় পরিত্যক্ত স্থানে নেশাগ্রস্ত অবস্থায় ৩ জনকে আটক করে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বারইয়ারহাট পৌরসভার উত্তর বাস স্টপেজের পেছনে পৌরসভার বাজার সেট থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো মৃত সিদ্দিকুর রহমানের ছেলে মো: শাহাদাত (৪৫), মো. সোহেলের ছেলে মো: শাহেদ (২২), মৃত জসিম উদ্দিনের ছেলে মো. সাগর (২২)।
মাদকদ্রব্য আইনে মোবাইল কোর্ট পরিচালনা করেন মীরসরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আলা উদ্দিন কাদের। তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া উক্ত স্থানে ফেলে যাওয়া অবস্থায় মাদক দ্রব্য ও মাদক সেবনের কিছু উপকরণ পাওয়া যায়; যা বিনষ্ট করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.