
দেশচিন্তা ডেস্ক: খাগড়াছড়ির রামগড় অংশে খাগড়াছড়ি-ঢাকা আঞ্চলিক সড়কের বেহাল অবস্থার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা অভিনব কর্মসূচি পালন করেছেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে সর্বস্তরের জনসাধারণের ব্যানারে আয়োজিত মানববন্ধনে তারা সড়কের খানাখন্দে ধানের চারা রোপণ করে সংস্কারের দাবি জানান।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রামগড়ের সোনাইপুল থেকে প্রায় তিন কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। সামান্য বৃষ্টিতেই সড়কজুড়ে পানি জমে কাদা তৈরি হয়, ফলে যানবাহন ও পথচারীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। নিয়মিত দুর্ঘটনাও ঘটছে।
প্রতিবাদকারীরা জানান, সড়কটির করুণ দশা সম্পর্কে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। প্রশাসনের আশ্বাস সত্ত্বেও সংস্কারের অগ্রগতি না থাকায় তারা বাধ্য হয়ে এই ভিন্নধর্মী প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।
মানববন্ধন থেকে দ্রুত সড়ক সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরের প্রতি জোর দাবি জানানো হয়। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
কর্মসূচিতে অংশ নিয়ে রামগড়ের সাবেক কাউন্সিলর মহিউদ্দিন হারুন সংক্ষিপ্ত বক্তব্যে অবিলম্বে সড়ক সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।