আজ : বৃহস্পতিবার ║ ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৪শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সমঝোতা চুক্তি স্বাক্ষর করলো বাক্কো ও ASSET প্রকল্প

দেশচিন্তা ডেস্ক: দেশের বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) শিল্পখাতে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে আজ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার এন্ড আউটসোর্সিং (বাক্কো) এবং শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন বাস্তবায়নাধীন অ্যাকসেলারেটিং অ্যান্ড স্ট্রেনদেনিং স্কিলস ফর ইকনমিক ট্রান্সফরমেশন (ASSET) প্রকল্প এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তি অনুযায়ী, ASSET প্রকল্পের এন্টারপ্রাইজ ভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় বাক্কোকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মাধ্যমে দেশের বিপিও শিল্পের জন্য চাহিদাভিত্তিক দক্ষ মানবসম্পদ তৈরি, কর্মকর্তা ও ব্যবস্থাপকদের সক্ষমতা বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ প্রদান করা হবে। বিশেষ করে দেশের বেকার ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী এই প্রশিক্ষণের মাধ্যমে কর্মজীবনে যুক্ত হওয়ার সুযোগ পাবে।
অনুষ্ঠানে বাক্কোর পক্ষ থেকে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন সভাপতি জনাব তানভীর ইব্রাহীম এবং ASSET প্রকল্পের পক্ষ থেকে স্বাক্ষর করেন প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মীর জাহিদ হাসান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাক্কোর অর্থ সম্পাদক মোহাম্মদ আমিনুল হক, নির্বাহী সমন্বয়ক মোঃ সেলিম সরকার, অ্যাসেট প্রকল্পের উপপ্রকল্প পরিচালক প্রকৌঃ রবীন্দ্রনাথ মাহাত এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ