আজ : রবিবার ║ ২১শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ২১শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মাইলস্টোন ট্র্যাজেডি: আরও ২ শিক্ষার্থী হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন

দেশচিন্তা ডেস্ক: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও দুই শিক্ষার্থীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। ছাড়পত্র পাওয়া শিক্ষার্থীরা হলেন ষষ্ঠ শ্রেণির ছাত্র নিলয় (১৩) এবং পঞ্চম শ্রেণির ছাত্রী রুপি বড়ুয়া (১০)।

ডা. শাওন জানান, নিলয়ের শরীরের ২৫ শতাংশ ও রুপির শরীরের ২০ শতাংশ দগ্ধ ছিল। বর্তমানে এই ঘটনায় এখনো ৮ জন চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত ২৮ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে এবং ২০ জনের মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, গত ২১ জুলাই রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্থায়ী ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনায় বহু শিক্ষক-শিক্ষার্থী হতাহত ও দগ্ধ হন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ