
দেশচিন্তা ডেস্ক: প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে ইউনিভার্সিটির উদ্যোগে নথি ব্যবস্থাপনা বিষয়ক ২য় ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
২০ সেপ্টেম্বর (শনিবার), সকাল ১১টায় এই ওয়ার্কশপে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব জনাব মোহাম্মদ আশরাফুল আমিন।
বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির।
রিসোর্স পার্সন জনাব মোহাম্মদ আশরাফুল আমিন নথি ব্যবস্থাপনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি প্রশাসনিক পত্রের প্রকারভেদ, প্রশাসনিক পত্রের নমুনা,অফিস স্মারক, অফিস স্মারকের নমুনা, প্রতিস্থাপিত স্মারক, প্রতিস্থাপিত স্মারকের নমুনা, আধা-সরকারি পত্র, আধা-সরকারি পত্রের নমুনা, অনানুষ্ঠানিক নোটের নমুনা, প্রজ্ঞাপনের নমুনা, বিজ্ঞপ্তির নমুনা, অফিস আদেশের নমুনা, সভা আয়োজন ও ব্যবস্থাপনা, মাসিক সমন্বয় সভা, অনিষ্পন্ন কার্য বিষয়ক সভা, অডিট আপত্তি নিষ্পত্তি বিষয়ক সভা, ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে সভা, সভার নোটিশের নমুনা, কার্যপত্রের নমুনা প্রভৃতি বিষয়ে গুরুত্বপূর্ণ বিবরণ প্রদান করেন।
ওয়ার্কশপে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।