আজ : বৃহস্পতিবার ║ ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চাকসু ও হল সংসদ নির্বাচনে সর্বমোট ১,১৬২টি মনোনয়নপত্র বিতরণ

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ এর মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় সম্পন্ন হয়েছে। চার দিনে (১৪, ১৫, ১৬ ও ১৭ সেপ্টেম্বর) সর্বমোট ১ হাজার ১৬২টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। এর মধ্যে চাকসুতে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৫২৮ জন এবং ১৪টি আবাসিক হল ও একটি হোস্টেল সংসদের জন্য ৬৩৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

গত ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই মনোনয়নপত্র বিতরণ কার্যক্রমে ব্যাপক সংখ্যক শিক্ষার্থীর আগ্রহ দেখা গেছে। মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন থাকলেও শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে মনোনয়নপত্র সংগ্রহের সময় বুধবার ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়।

হল সংসদ নির্বাচনের জন্য বিভিন্ন হল থেকে সংগৃহীত মনোনয়নপত্রের সংখ্যা নিচে দেওয়া হলো:

* এ এফ রহমান হল: ৪২টি
* আলাওল হল: ৪১টি
* শাহ আমানত হল: ৫০টি
* বিজয় ২৪ হল: ৪০টি
* অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল: ৫৩টি
* শহীদ ফরহাদ হোসেন হল: ৬১টি
* দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল: ৩৭টি
* মাস্টার দ্যা সূর্যসেন হল: ৪১টি
* নবাব ফয়জুন্নেসা হল: ১৫টি
* প্রীতিলতা হল: ৩৭টি
* শহীদ আবদুর রব হল: ৩৮টি
* শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল: ২৬টি
* শামসুন নাহার হল: ২৫টি
* শাহজালাল হল: ৪৫টি
*সোহরাওয়ার্দী হল: ৮৩টি

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। যাচাই-বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২১ সেপ্টেম্বর, রোববার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর, মঙ্গলবার দুপুর সাড়ে ৩টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর, রোববার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণের পরপরই ভোট গণনা শুরু হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ