
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের হালদা নদীতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করেছে হাটহাজারী উপজেলা মৎস্য বিভাগ ও চট্টগ্রাম নৌপুলিশ।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মোহরা এলাকায় এ অভিযান চালানো হয়।
এ সময় প্রায় দুই হাজার মিটার চরঘেরা জাল ও এক হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
এএসআই রমজান আলী বলেন, জব্দ করা জালের মূল্য প্রায় এক লাখ টাকা। জালগুলো মৎস্য আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে।
মা মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় হালদা নদীতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
পড়েছেনঃ ১৫