
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বুদ্ধিজীবী চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দফতর সম্পাদক মো জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্যানেল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সংগঠনের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ কেন্দ্রীয় সংসদের শীর্ষ নেতারা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, আগামী ১২ অক্টোবর সকাল ৯টা বিকাল ৪টা পর্যন্ত থেকে চাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট শেষে শুরু হবে গণনা। সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। এবার ৩৫ বছর পর হচ্ছে এ নির্বাচন।
পড়েছেনঃ ৭