
দেশচিন্তা ডেস্ক: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মতবিনিময় সভা করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জেলা পুলিশ লাইনসে এ সভার আয়োজন করা হয়।
জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর সভাপতিত্বে এতে জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতারা ছাড়াও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সার্কেল অফিসার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐতিহ্যের অনন্য প্রতীক। পূজা উদযাপন শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি পূজা উদযাপন পরিষদের নেতাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং সবার সহযোগিতায় এবারের দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন।
সভায় পূজা মণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্বেচ্ছাসেবক নিয়োগ, সিসিটিভি ক্যামেরা স্থাপন, বিদ্যুৎ সরবরাহ ও আলোর ব্যবস্থা এবং যানবাহন পার্কিং নিয়ন্ত্রণসহ নানা বিষয়ে আলোচনা হয়। এসময় পুলিশ সুপার ১৭ দফা নির্দেশনা প্রদান করেন।
এর মধ্যে ছিল– প্রতিটি পূজা কমিটির ভলান্টিয়ার তালিকা থানায় জমা দেওয়া, প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা ও মনিটরিং ব্যবস্থা করা, থানা ও জেলা পর্যায়ে কুইক রেসপন্স টিম গঠন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে সতর্ক থাকা এবং নির্ধারিত সময়ে প্রতিমা বিসর্জন সম্পন্ন করা। পাশাপাশি পূজা উপলক্ষ্যে কোনো মেলা বা অতিরিক্ত অনুষ্ঠান আয়োজন নিরুৎসাহিত করার কথাও জানানো হয়।
পুলিশ জানিয়েছে, যেকোনো পরিস্থিতিতে জেলা পুলিশ কন্ট্রোল রুমে (মোবাইল নম্বর: ০১৩২০-১০৮৩৯৮) যোগাযোগ করা যাবে।
















