আজ : মঙ্গলবার ║ ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বান্দরবানে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ইজিবাইক চালক নিখোঁজ

দেশচিন্তা ডেস্ক: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় রাবার গাছে ঝুলন্ত অবস্থায় মনজুর আলম (২৮) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে রোয়াংছড়ি উপজেলায় অমন্ত সেন তঞ্চঙ্গ্যা (৪৬) নামে এক ইজিবাইক চালক গত রাত থেকে নিখোঁজ রয়েছেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে নাইক্ষ্যংছড়ির দোছড়ি ইউনিয়নের ২৭৯ নম্বর বাঁকখালী মৌজার লতাবনিয়া পাহাড়ি এলাকা থেকে মনজুর আলমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মনজুর আলম কক্সবাজারের রামুর গর্জনিয়া ইউনিয়নের থোয়াংগেরকাটা গ্রামের মোহাম্মদ আমির ওরফে আমির হামজার ছেলে। তার স্ত্রী রয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল জব্বার জানান, সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাবার গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তিনি জানান, রোববার মনজুর আলম রাবার বাগানে কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছিলেন।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা হিসেবে ধারণা করা হচ্ছে। তবে পারিবারিক কলহ বা অন্য কোনো কারণে এ ঘটনা ঘটেছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।

অন্যদিকে রোয়াংছড়ি উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড নাটিং ঝিরি এলাকার ধল্যা তঞ্চঙ্গ্যার ছেলে অমন্ত সেন তঞ্চঙ্গ্যা (৪৬) গত রাত থেকে নিখোঁজ রয়েছেন। তিনি পেশায় ইজিবাইক (টমটম) চালক।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সারাদিন যাত্রীপরিবহন শেষে রোববার রাতে ইজিবাইকটি রোয়াংছড়ি বাসস্টেশনে রেখে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হন। উল্লেখ্য, সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম বিভিন্ন এলাকায় তল্লাশি চালালেও এই নিউজ লেখার সময় বিকেল সাড়ে ৫টা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ গণমাধ্যমকে বলেন, নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পাশাপাশি তারাছা খালে ফায়ার সার্ভিসের সদস্যরাও তল্লাশি চালাচ্ছেন। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ