
দেশচিন্তা ডেস্ক: এক্স স্টুডেন্ট ফোরাম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১৮ তম ব্যাচের অভিষেক ও আড্ডা অনুষ্ঠান নগরীর হোটেল ওয়েল পার্ক রেষ্টুরেন্টে ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান প্রাক্তন ছাত্র ছাত্রী সমিতি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চবি এর সভাপতি লায়ন মুহাম্মদ শওকত আলী নূর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদ্যবিদায়ী কমিটির সভাপতি এ কে এম আকতার কামাল চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন হারুনর রশীদ মনসুরী। নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহন ও অর্পন, নতুন ও বিদায়ী কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি লায়ন মুহাম্মদ শওকত আলী নূর, নব নির্বাচিত সভাপতি অধ্যাপক নাহিদ বানু,
নব নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক আবুল মোহসীন চৌধুরী, সহসভাপতি হারুনর রশীদ মনসুরী, সহ সম্পাদক আমাতুল আজিজ তারা, অর্থ সম্পাদক ইদ্রিস উর রহমান।
আড্ডা, গজল,গান, চুটকী সহ সকলের প্রানবন্ত আলোচনা শেষে অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতির শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করা হয়। অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ পবিত্র কোরআন থেকে অর্থসহ তেলওয়াত, দোয়া ও মোনাজাত করা হয়।