আজ : মঙ্গলবার ║ ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নিউইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেফতার করবেন জোহরান মামদানি: নিউইয়র্কের মেয়র প্রার্থী

দেশচিন্তা ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের মেয়র পদে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জোহরান মামদানি বলেছেন, তিনি নির্বাচিত হওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যদি নিউইয়র্কে প্রবেশ করেন, তাহলে তাকে গ্রেফতার করার জন্য নিউইয়র্ক পুলিশ বিভাগকে (এনওয়াইপিডি) নির্দেশ দেবেন।

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি বলেন, ‘এটি এমন এক প্রতিশ্রুতি যা আমি পূরণ করতে চাই।’

কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কর্তৃত্বকে স্বীকৃতি দেয় না। তবুও মামদানি বলেছেন, তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানাকে সম্মান করবেন এবং বিমানবন্দরে তাকে গ্রেফতার করার নির্দেশ দেবেন।

নিউইর্য়ক শহর আর্ন্তজাতিক আইনের পক্ষে দাঁড়াবে মামদানি এমন ইচ্ছা পোষণ করেছেন।

নিউইয়র্ক পৃথিবীর দ্বিতীয় সবোর্চ্চ ইহুদিবসতির শহর। ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যদি ওই গ্রেফতার পরিকল্পনা বাস্তবায়ন করেন মামদানি, তাহলে তিনি ব্যাপক বিরোধিতার মুখে পড়বেন বলে ধারণা করা হচ্ছে।

তাছাড়া, নেতানিয়াহুর গ্রেফতার ফেডারেল আইন লঙ্ঘন করতে পারে এমনকি বাস্তবে অসম্ভবও হতে পারে। প্রথমত, নেতানিয়াহুর গ্রেফতারের জন্য শহর বা রাজ্য আইন লঙ্ঘন থাকতে হবে, দ্বিতীয়ত এমনকি যদি তার বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ আনা হয়, তবুও তাকে রাষ্ট্রপ্রধান হিসেবে দায়মুক্তি দেয়া হবে।

নভেম্বরের নির্বাচনের জন্য জরিপে নেতৃত্ব দিচ্ছেন মামদানি, বলেছেন যে রাজ্য এবং স্থানীয় ডেমোক্র্যাটদের এমন পদক্ষেপ নেয়া উচিত যা ফেডারেল সরকার করবে না।

মামদানি উল্লেখ করেছেন যে ২০০৪ সালে সান ফ্রান্সিসকোর মেয়র থাকাকালীন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম ফেডারেল আইন অমান্য করে সমকামী দম্পতিদের জন্য বিবাহের লাইসেন্স জারি করেছিলেন।

তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথেও একই কাজ করতে চান, যার বিরুদ্ধে ২০২৩ সালে আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ