
দেশচিন্তা ডেস্ক: তানজিদ হাসান তামিমের পর সাজঘরে ফিরলেন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনও। ১.৪ ওভারে স্কোর বোর্ডে কোনো রান যোগ করার আগেই বাংলাদেশ হারায় দুই ওপেনারের উইকেট।
তানজিদ হাসান তামিম নুয়ান থুসারার বলে বোল্ড হয়ে ফেরেন। ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে চতুর্থ ডেলিভারিতে পারভেজ হোসেন ইমনকে ক্যাচে পরিণত করেন দুশমন্ত চামিরা।
এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ইনিংসের প্রথম ওভারেই আউট তানজিদ হাসান তামিম।
ইনিংসের প্রথম ওভারের প্রথম পাঁচ বলে কোনো রান করতে পারেননি তানজিদ। শেষ বলে সোজা ব্যাটে খেলার চেষ্টা করেন তিনি। টাইমিং মিস হওয়ায় বোল্ড হয়ে ফেরেন তানজিদ।
শনিবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলংকা।
এই ম্যাচে একাদশে এক পরিবর্তন এনেছে বাংলাদেশ। তাসকিন আহমেদের জায়গায় এসেছেন শরিফুল ইসলাম।
বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক এবং উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।