
দেশচিন্তা ডেস্ক:
লায়ন্স ক্লাব অব চিটাগাং ড্রীম সিটির মাসিক সাধারণ সভা ক্লাব প্রেসিডেন্ট লায়ন নবাব হোসেন মুন্না (এমজেএফ) এর সভাপতিত্বে গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাব সেক্রেটারী লায়ন আবদুল আলিম রান। এতে প্রধান অতিথি ছিলেন এলসিআইএফ ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর এ কে এম নবীউল হক সুমন। বিশেষ অতিথি ছিলেন রিজিওন চেয়ারপার্সন লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর উদ্দিন, লায়ন দেলোয়ার হোসেন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জয়েন্ট সেক্রেটারী লায়ন ইকবালুর রহমান, জয়েন্ট ট্রেজারার লায়ন ওসমান আবেদী, সার্ভিস চেয়ারপার্সন লায়ন মোহাম্মদ হাসান চৌধুরী, মার্কেটিং চেয়ারপার্সন লায়ন মোহাম্মদ মানিক, লায়ন মিজানুর রহমান, লায়ন সিরাজুল মাওলা কামাল। এতে কোরান তেলওয়াত পাঠ করেন ক্লাব জয়েন্ট ট্রেজারার লায়ন মোহাম্মদ বাবর আলী।আনুগত্য শপথ পাঠ করেন ট্রেইল টুয়েস্টার লায়ন হামিদা খাতুন পান্না। প্রধান অতিথি বলেন লায়ন সদস্যদের একজন সমাজ সচেতন ব্যক্তি এবং সেবা ধর্মীয় মনোভাব হিসেবে মানবতার কল্যাণে কাজ করার মানসিকতা থাকতে হবে। প্রতিটি সদস্যকে সৎ, চরিত্রবান ও সেবার মনোভাব সম্পন্ন হতে হবে। সভার সভাপতি বলেন ডিস্ট্রিক গর্ভনরের ডাক একতাতে সমৃদ্ধি এই স্লোগানে অবহেলিত জনগোষ্ঠীর কল্যাণে মানুষের জন্য সেবা করা আমাদের নৈতিক দায়িত্ব।