
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সময়ের সঙ্গে সঙ্গে চট্টগ্রাম নগরীতে জনবসতি ও অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় চসিকের সীমানা বৃদ্ধির প্রয়োজন।
শুক্রবার (২৯ আগস্ট) আনোয়ারা উপজেলার বোয়ালিয়া ২ নম্বর বারশত ইউনিয়নের বায়তুন নূর কেন্দ্রীয় জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ মন্তব্য করেন।
মেয়র বলেন, বর্তমানে সিটি কর্পোরেশনের বাইরে থাকা বিপুল জনগোষ্ঠী প্রতিদিন নগরে এসে কাজ করছেন, ব্যবসা-বাণিজ্য করছেন। অথচ এ অঞ্চলগুলো কর্পোরেশনের আওতার বাইরে থাকায় উন্নয়ন ব্যাহত হচ্ছে। ফলে, অর্থনৈতিক সম্প্রসারণ না হওয়ায় আমরা অনেকটা রাজস্ব হারাচ্ছি। এটি আমাদের জন্য গুরুতর চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যদি আমরা দেশকে ভালোবাসি, যদি চট্টগ্রামকে ভালোবাসি, তবে এ নগরীকে সম্প্রসারণ করতে হবে। দক্ষিণ চট্টগ্রামের অনেক অংশ, বিশেষ করে কর্ণফুলি ও আনোয়ারার বেশ কিছু অঞ্চলকে নগরের সঙ্গে যুক্ত করা প্রয়োজন।
তিনি আরও বলেন, সন্ত্রাস, দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে আমরা অতীতে আন্দোলন করেছি। মানুষের মৌলিক অধিকার ও গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য সংগ্রাম করেছি এবং ভবিষ্যতেও জনগণের কল্যাণে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে যাব।
আল্লামা মুফতি খলিল আহমদ কুরাইশির সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন সাবেক সংসদ সদস্য সরোয়ার জামাল নিজাম।