
দেশচিন্তা ডেস্ক: আগের দিন প্লে-অফে জয় পেয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিয়েছিল তিন নতুন দল। গত রাতে হাঙ্গেরির ক্লাব ফেরেঙ্কভারোসকে পেছনে ফেলে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে জায়গা করে নিয়েছে আজারবাইজানের ক্লাব কারাবাগ এফকে। এদিকে রেঞ্জার্সকে ৬-০ গোলে বিধ্বস্ত করে মূল পর্বে উঠেছে ক্লাব ব্রুগ। আর জোসে মরিনিয়োর ফেনেরবাচেকে পেছনে ফেলে জায়গা করে নিয়েছে বেনফিকা। আর তাতেই নিশ্চিত হয়ে গেছে এবারের আসরের ৩৬ দল।
গতরাতে (২৭ আগস্ট) কোয়ালিফাইং রাউন্ডের প্লেঅফের দ্বিতীয় লেগে কারাবাগ এফকে ৩-২ গোলে হেরে গেছে হাঙ্গেরির ফেরেঙ্কভারোসের কাছে। তবে প্রথম লেগে ৩-১ গোলে জয় পাওয়ায় ৫-৪ অ্যাগ্রিগেটে মূল পর্বে জায়গা করে নিয়েছে আজারবাইজানের ক্লাবটি। ২০১৭-১৮ মৌসুমের পর দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে খেলবে কারাবাগ এফকে।
রাতের আরেক ম্যাচে বেনফিকার কাছে ১-০ গোলে হেরে গেছে ফেনেরবাচে। প্রথম লেগে দুই দলের ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল। ফলে মরিনিয়োর শিষ্যদের পেছনে ফেলে মূল পর্বে জায়গা করে নিল পর্তুগিজ জায়ান্টরা।
তবে, সবচেয়ে বড় চমক দেখিয়েছে ক্লাব ব্রুগ। বেলজিয়ান ক্লাবটি ৬-০ গোলে বিধ্বস্ত করেছে স্কটিশ জায়ান্ট রেঞ্জার্সকে। দুই লেগ মিলিয়ে ৯-১ অ্যাগ্রিগেটে মূল পর্বে জায়গা করে নিল ব্রুগ। এর আগের দিন মূল পর্বে জায়গা করে নিয়েছে তিন নবাগত–বোডো/গ্লিমট, কাইরাত ও পাফোস।
কোয়ালিফাইং প্লে-অফ পেরিয়ে আসা এই ছয় দল যোগ দেবে সরাসরি মূল পর্বের টিকিট পাওয়া ৩০ দলের সঙ্গে।
এবারের আসরের মূল পর্বে সর্বোচ্চ ছয়টি দল খেলবে ইংল্যান্ড থেকে। দ্বিতীয় সর্বোচ্চ পাঁচটি স্পেনের। জার্মানি ও ইতালির চারটি করে ক্লাব খেলবে মূল পর্বে। ফরাসি লিগ থেকে চ্যাম্পিয়ন পিএসজিসহ তিনটি ক্লাব আছে মূল পর্বে।
মূল পর্বের ৩৬ দল:
প্রিমিয়ার লিগ: ম্যানচেস্টার সিটি, লিভারপুল, চেলসি, আর্সেনাল, টটেনহ্যাম হটস্পার, নিউক্যাসল ইউনাইটেড।
লা লিগা: রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, অ্যাতলেটিকো মাদ্রিদ, অ্যাথলেটিক বিলবাও, ভিয়ারিয়াল।
বুন্দেস লিগা: বায়ার্ন মিউনিখ, বায়ার লেভারকুসেন, বরুশিয়া ডর্টমুন্ড, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট।
সিরি আ: ইন্টার মিলান, আটালান্টা, জুভেন্টাস, নাপোলি।
লিগ ওয়ান: পিএসজি, মার্শেই, মোনাকো।
অন্যান্য লিগের: বেনফিকা (পর্তুগাল), ক্লাব ব্রুগা (বেলজিয়াম), পিএসভি এইন্দহোভেন (হলান্ড), আয়াক্স (হলান্ড), স্পোর্টিং সিপি (পর্তুগাল), অলিম্পিয়াকোস (গ্রিস), সিলভিয়া প্রাগ (চেক প্রজাতন্ত্র), বোডো/গ্লিমট (নরওয়ে), এফসি কোপেনহেগেন (ডেনমার্ক), গালতাসারে (তুরস্ক), ইউনিয়ন সেন্ট জিলোয়া (বেলজিয়াম), এফসি কারাবাগ (আজারবাইজান), পাফোস (সাইপ্রাস), কাইরাত আলমাটি (কাজাখস্তান)।