আজ : সোমবার ║ ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ৯ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চাকসু’তে বয়সসীমা ৩০ বছর প্রত্যাহারের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনের গঠনতন্ত্রে বয়সসীমা ৩০ বছর প্রত্যাহার করে এমফিল ও পিএইচডি শিক্ষার্থীদের প্রার্থী হওয়ার সুযোগ বন্ধ করার আহ্বান জানিয়ে প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে ছাত্রদল।

সোমবার (২৫ আগস্ট) চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দীন মহসিন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমানের স্বাক্ষরিত উপাচার্য বরাবর দেওয়া এক স্মারকলিপিতে এ দাবি জানায় তারা।

স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘদিন পর চাকসু নির্বাচনের সম্ভাবনা তৈরি হলেও প্রশাসন এখনো তফসিল ঘোষণা করছে না। পাশাপাশি প্রকাশিত গঠনতন্ত্রে নানা অসংগতি, অস্পষ্টতা ও বৈষম্যমূলক ধারা যুক্ত করা হয়েছে যা শিক্ষার্থীদের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে।

চবি ছাত্রদল গঠনতন্ত্রে পরিবর্তন এনে কেবল স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের প্রার্থিতার সুযোগ রাখার দাবি জানিয়েছে। তারা বয়সসীমা ৩০ বছর প্রত্যাহার করে এমফিল ও পিএইচডি শিক্ষার্থীদের প্রার্থী হওয়ার সুযোগ বন্ধ করার আহ্বান জানায়। এছাড়া দপ্তর সম্পাদক ও সহ-দপ্তর সম্পাদক পদ নারী-পুরুষ সবার জন্য উন্মুক্ত করারও দাবি জানানো হয়।

স্মারকলিপিতে প্রক্টর ও রেজিস্ট্রারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ ও নির্দিষ্ট একটি ছাত্র সংগঠনকে সুবিধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। ছাত্রদলের দাবি, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে এ দুজনকে নির্বাচনী কার্যক্রমের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে।

স্মারকলিপি জমা দেওয়ার সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ