আজ : সোমবার ║ ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শহীদ বুদ্ধিজীবী দিবসে অঙ্গীকারের শ্রদ্ধা

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে ‘অঙ্গীকার’।

রবিবার (১৪ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষ্যে অঙ্গীকার পরিচালক হাসান মুকুলের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন অঙ্গীকার পরিচালক নাজমা সাঈদ, ইমরান এমি, শফিউল বাশার শামু, নাহিদা আকতার নাজু, এসবি সুমি, মেহেদী হাসান, আবীর আহমেদ, ইমন চৌধুরী প্রমুখ।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে অঙ্গীকার পরিচালক হাসান মুকুল বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বাঙালি জাতিকে মেধাশূন্য করতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করেছে। এ দিনটি আমাদের জন্য গভীর শোক ও বেদনার দিন। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের বিনিময়েই আজকের স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। তাঁদের আদর্শ ও চেতনাকে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে। একই সাথে চট্টগ্রামসহ সারাদেশের সকল বধ্যভূমি সংরক্ষণ করতে হবে। যেন আগামী প্রজন্মের কাছে সঠিক ইতিহাস উন্মোচিত হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ