
দেশচিন্তা ডেস্ক: উপমহাদেশের আধ্যাত্মিক কেন্দ্র মাইজভাণ্ডার দরবার শরীফে আয়োজিত হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর ১৪তম ওরশে লাখো ভক্তের ঢল নেমেছে।
চারদিন ব্যাপী কর্মসূচীর তৃতীয় দিনে সোমবার (১৮ আগস্ট) আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-এর চেয়ারম্যান এবং সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম মাইজভাণ্ডারী হযরত শাহসূফী ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মইনীয়া যুব ফোরামের প্রধান উপদেষ্টা শাহজাদা সৈয়দ মেহবুব-এ-মইনুদ্দীন মাইজভাণ্ডারী, সংগঠনের সভাপতি শাহজাদা সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন মাইজভাণ্ডারী, আঞ্জুমানের মহাসচিব খলিফা শাহ মো. আলগীর খান মাইজভাণ্ডারী এবং হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের মহাসচিব অ্যাড. কাজী মহসীন চৌধুরী।
আলোচনায় অংশ নেন মুফতি খাজা বাকী বিল্লাহ আল আযহারী, মাওলানা রুহুল আমিন ভূইয়া চাঁদপুরী, মো. আসলাম হোসাইন, মো. ইব্রাহিম মিয়া, মো. আব্দুল কুদ্দুস, কাজী মো. শহিদুল্লাহ, অধ্যক্ষ গোলাম মোহাম্মদ খান সিরাজী, মাওলানা শেখ সাদী আব্দুল্লাহ্ সাধকপুরী, অধ্যক্ষ মাওলানা বাকের আনসারী, মাওলানা মো. ইসমাইল সিরাজী, হাফেজ মাওলানা মো. মাকসুদুর রহমান, হাফেজ মাওলানা মো. নাজের হোসাইন, হাফেজ মাওলানা মো. কেরামত আলী, মাওলানা আব্দুস সাত্তার সিদ্দিকী ও মাওলানা খাজা বাহাউদ্দীন।
মাহফিলে দরবারের অনুসারীরা আধ্যাত্মিক শিক্ষা গ্রহণের পাশাপাশি হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর জীবন ও তাত্ত্বিক আলোচনায় অংশগ্রহণ করেন।