আজ : মঙ্গলবার ║ ১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ║৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৫শে সফর, ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ৪ জন আহত হওয়ায় মহানগর জামায়াতের শোক

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার সিটি গেইট এলাকায় ১৮ আগস্ট (সোমবার) সকাল ৪ টা ৪৫ মিনিটে কাভার্ড ভ্যানের সাথে মাছের গাড়ি পিকআপ (পিছন থেকে) ধাক্কা লেগে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয় এবং ৪ জন মারাত্মক ভাবে আহত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

১৮ আগস্ট (সোমবার) সকালে সীতাকুণ্ড শিবমন্দির থেকে মনসা পূজা পালন শেষে ফিসারীঘাট মাছ ক্রয় করার জন্য যাওয়ার পথে আকবরশাহ থানার সিটি গেইটস্থ কর্ণেলহাট কাভার্ড ভ্যানের সাথে মাছের গাড়ি ধাক্কা লেগে পিকাআপে থাকা ড্রাইভার মোহাম্মদ সোহাগ, আকাশ দাস, অজিত দাস, জুয়েল দাস, রনি দাসসহ ৫ জন ঘটনাস্থলে নিহত এবং কফিল দাস, অগ্নি দাস, দিপু দাসসহ ৪ জন মারাত্মক ভাবে আহত হয়ে চমেক হাসপাতালে আছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম দুর্ঘটনার খবর পেয়ে কর্ণেলহাট ঘটনাস্থলে ছুটে যান। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ প্রশাসনের সাথে কথা বলেন এবং দুর্ঘটনাস্থল পরির্দশন করেন।

এইসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, চট্টগ্রাম ৪ (সীতাকুণ্ড) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী, চট্টগ্রাম মহানগরী কর্মপরিষদ সদস্য ডা. সিদ্দিকুর প্রমুখ।

ভারপ্রাপ্ত আমীর নজরুল ইসলাম নিহত ও আহতদের দেখা এবং খোঁজ খবর নেওয়ার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান। এবং তাদের স্বজনদের সাথে কথা বলেন।

তিনি অবিলম্বে নিহত ও আহতদের পরিবার পরিজনকে সহায়তা প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। এবং এই দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ