
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) যুব রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে নবীনবরণ ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান।
রবিবার (১৭ আগস্ট) বিকেলে সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত নবীনবরণ ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: কামাল, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. শিরীন আক্তার, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান এবং চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আ. ন. ম. তামজিদ। সভাপতিত্ব করেন সিভাসু’র পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি লাভ করার জন্য ও মানবিক গুণাবলি অর্জনের জন্য মানবসেবায় যুক্ত হওয়ার আহ্বান জানান। রেড ক্রিসেন্টের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে উপাচার্য নবীন শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
সভাপতির বক্তব্যে পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কেবল একাডেমিক উৎকর্ষ অর্জনই যথেষ্ট নয়; শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। তিনি শিক্ষার্থীদের জীবনে সততা, দায়িত্বশীলতা ও মানবসেবামূলক মনোভাব গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিভাসু যুব রেড ক্রিসেন্টের উপদলনেতা সৌরভ চৌধুরী। এ সময় মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার ও রেড ক্রিসেন্টের কার্যক্রমভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। শেষে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সম্পন্নকারী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।