
সাতকানিয়া প্রতিনিধি
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নে পারিবারিক পুকুরে গোসল করতে নেমে দুই খালাতো বোনের করুণ মৃত্যু হয়েছে। গতকাল (১৬ আগস্ট) বিকেলে ছদাহা ইউনিয়নের ১নং ওয়ার্ডের নওরগা পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহতদের একজন ছদাহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী (বয়স আনুমানিক ৮ বছর)। তার বাবা ইঞ্জিনিয়ার মৃত সিরাজুল ইসলাম এবং মা নুরজাহান। অন্যজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফিফা (২২), যিনি বেড়াতে এসে পরিবারের ছোট বোনের সঙ্গে পুকুরে গোসল করতে নেমেছিলেন।
জানা যায়, মধু মার্কেট সংলগ্ন ওসমান ডাক্তারের বাড়ি এলাকার পারিবারিক পুকুরে গোসলের সময় কোনো এক পর্যায়ে তারা পানিতে তলিয়ে যান। পরে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাদের আত্মার মাগফিরাত কামনা করেছে পরিবারসহ এলাকাবাসী।