
সাতকানিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১৭নং সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিনকে পরিষদ পরিচালনার প্রশাসনিক ও আর্থিক পূর্নাঙ্গ ক্ষমতা প্রদান করা হয়েছে। গত বুধবার (১৩ই আগষ্ট) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও মহিউদ্দিনের যৌথ স্বাক্ষরিত এক পরিপত্রে ক্ষমতা অর্পন ও গ্রহন করা হয়।
এর আগে গত ৭ই আগষ্ট চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম স্বাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিনকে প্রশাসনিক ও আর্থিক পূর্ণাঙ্গ ক্ষমতা প্রদান করা হয়। ওই পরিপত্রে বলা হয়, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের জারিকৃত গত ১৯ আগষ্ট ২০২৪ইং তারিখের পরিপত্র অনুযায়ী সাতকানিয়া উপজেলার ১৭নং সোনাকানিয়া ইউপির জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত প্যানেল চেয়ারম্যান ও ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ মহিউদ্দিনকে ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন করা হলো। এছাড়াও জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয় পরিপত্রে।
পরবর্তীতে এই আদেশের প্রেক্ষিতে গত ১৩ই আগষ্ট আনুষ্ঠানিকভাবে মহিউদ্দীনের হাতে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ।
এদিকে মহিউদ্দিনকে ইউনিয়ন পরিষদের পূর্ণাঙ্গ ক্ষমতা প্রদান করায় উচ্ছ্বাস প্রকাশ করেছে স্থানীয় জনগণ। তাদের মতে, নির্বাচিত জনপ্রতিনিধির হাতে পূর্ণাঙ্গ ক্ষমতা অর্পিত হওয়ায় মানুষের সেবা পেতে সহজ হবে এবং এলাকার উন্নয়ন তরান্বিত হবে৷
এ ব্যাপারে মহিউদ্দিন বলেন, গত বছরের ৫ই আগষ্ট পরবর্তী সময় থেকে ইউনিয়ন পরিষদের সমস্ত বিষয় দেখভাল করেছি। ইউনিয়ন পরিষদের উপর ক্ষুব্ধ জনতার আক্রমণ ও দূর্বৃত্ত কর্তৃক চাল ও বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস চুরি চেষ্টা এবং ইউনিয়ন পরিষদের খেলার মাঠ দখলের হাত থেকে রক্ষা করা সহ বি়ভিন্ন জঠিলতা কৌশলে প্রতিহত করেছি।
এছাড়াও গত চার মাস যাবত গ্রাম আদালতের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। সব মিলিয়ে প্রশাসনের কাছে নিজের দক্ষতা প্রমান করার চেষ্টা করেছি। বর্তমানে আমাকে পরিষদের পূর্ণাঙ্গ ক্ষমতা প্রদান করায় স্থানীয় জনগণ ও পরিষদে আমার সহকর্মীরা আনন্দিত। আমি আশা করি সোনাকানিয়া ইউপির সেবার মান ও উন্নয়ন আরো তরান্বিত হবে এবং এটি বাস্তবায়নে আমি কাজ করে যাব।