
দেশচিন্তা ডেস্ক : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ২০নং দেওয়ানবাজার ওয়ার্ড বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিতি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান।
২০নং দেওয়ানবাজার ওয়ার্ডস্থ ঘাটফরহাদ বেগ মসজিদে ১৫ আগস্ট ২০২৫, বাদে জুমা মিলাদ ও দোয়া করেন। এতে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মোনাজাত করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইলিয়াস, ইকবাল, হাসেম, ফতেআলী, মহিউদ্দিন, মাসুম, সাজু, কফিল উদ্দিন, আরিফ, রাহুল, তারেক, মুন্না ওয়ার্ড বিএনপি ও সব সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পড়েছেনঃ ১৪৭