আজ : বৃহস্পতিবার ║ ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ║৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২০শে সফর, ১৪৪৭ হিজরি

সাউদার্ন ইউনিভার্সিটিতে পরিবেশ সুরক্ষায় ইসলাম বিষয়ক উন্মুক্ত সেমিনার

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে ‘পরিবেশ সুরক্ষায় ইসলাম’ বিষয়ক উন্মুক্ত সেমিনার ও নবীনবরণ অনুষ্ঠান সম্প্রতি বিভাগের প্রধান ড. মুহাম্মদ নুরুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. হুমায়ুন কবির খালবী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ জালাল উদ্দিন আযহারী, প্রভাষক মুহিউদ্দিন মাহবুব, প্রশাসনিক কর্মকর্তা এনামুল হক ও ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা।

সেমিনারে বক্তারা বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা করতে কোন ভূখণ্ডে ২৫% বনায়ন প্রয়েজন। বর্তমানে উঞ্চতা ও জলবায়ূ পরিবর্তনের উল্লেখযোগ্য কারণ হলো বন উজাড় ও বৃক্ষনিধন। মিল কারখানার বর্জ্য ও পরিবেশ দূষণের নানা উপকরণ যত্রতত্র ফেলে রাখা পরিবেশ বিপর্যয়ের অন্যতম কারণ বলে বক্তারা মন্তব্য করেন। এ ব্যাপারে পরিবেশের সুরক্ষা ও ভারসাম্য রক্ষায় রাসূল (সা.) এর গৃহীত পদক্ষেপ এর কথা উল্লেখ করে তারা বলেন, রাসূল (সা.) ইরশাদ করেন, (পৃথিবীকে বাসযোগ্য করতে)তুমি যদি নিশ্চিত হও আগামীকাল কিয়ামত আর তোমার হাতে একটি চারা গাছ আছে তা তুমি রোপন করে দাও। অন্য হাদীসে আছে, গাছের পত্রপল্লব ও ফলমূল যদি পশুপাখি খায় তাহলে যিনি গাছ রোপন করেছেন তার আমলনামায় সদকায়ে জারিয়ার সওয়াব লেখা হবে । পানি এবং বায়ু দূষণমুক্ত রাখতে রাসূল (সা.) এর নির্দেশনা পাওয়া যায়।

তারা আরও বলেন, গাছ আমাদের অক্সিজেন দেয় আর আমাদের বিষাক্ত কার্বনডাই অক্সাইড গাছ গ্রহণ করে। প্রচণ্ড গরমে গাছ আমাদের ছায়া ও সুরক্ষার কাজে বড় ভূমিকা পালন করে।

আলোচনায় ছাত্রছাত্রীরা ইসলামিক স্টাডিজ বিভাগ ও সাউদার্ন ইউনিভার্সিটিকে ধন্যবাদ জানান এ ধরনের উন্মুক্ত সেমিনার আয়োজন করায়। নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও মিষ্টিমুখ করিয়ে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ