আজ : বৃহস্পতিবার ║ ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ║৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২০শে সফর, ১৪৪৭ হিজরি

প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগে ‘ব্যাটল অব চ্যাম্পিয়নস ২০২৫’-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান

প্রিমিয়ার ইউনিভার্সিটির হাজারী লেইনস্থ ভবনে ইউনিভার্সিটির সিএসই বিভাগের আয়োজনে ‘ব্যাটল অব চ্যাম্পিয়নস ২০২৫’-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান বুধবার (১৩ আগস্ট), দুপুর ৩টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মিনহাজ হোসাইন। প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার ও বিজ্ঞান অনুষদের সহকারী ডিন জনাব মোহাম্মদ ইফতেখার মনির। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান কেবল বিজয়ীদের স্বীকৃতি নয়, এটি প্রতিটি অংশগ্রহণকারীর কঠোর পরিশ্রম, দৃঢ় মনোবল, দলগত সহযোগিতা এবং ইতিবাচক প্রতিযোগিতার মানসিকতার উদযাপন। প্রতিটি শিক্ষার্থী নেতৃত্ব, সমস্যা সমাধান এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও দক্ষতা প্রদর্শন করেছে। প্রতিযোগিতাগুলি শিক্ষার্থীদের ধৈর্য, মনোযোগ, সময় ব্যবস্থাপনা এবং দলগত কাজের মতো মূল্যবান দক্ষতাকে আরও শাণিত করেছে।

অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী। আইন বিভাগের চেয়ারম্যান ও সহকারী প্রক্টর অনুপ কুমার বিশ্বাস, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মুহাম্মদ হাসান এবং ইইই বিভাগের প্রভাষক ও সহকারী প্রক্টর রাহুল চৌধুরী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে ৮ম সেমিস্টারের শিক্ষার্থী মিনহাজ উদ্দিন হাচ্ছান ও রাকিবুল হক শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

‘ব্যাটল অব চ্যাম্পিয়নস ২০২৫’ প্রতিযোগিতায় ই-স্পোর্টস বিভাগে ই-ফুটবলের চ্যাম্পিয়ন হন ৪৫তম ব্যাচের মোহাম্মদ রাকিবুল হাসান। ফ্রি ফায়ারে দলগত চ্যাম্পিয়ন হয় ৪৬তম ব্যাচ এবং পাবজিতে দলগত চ্যাম্পিয়ন হয় ৪০তম ব্যাচ। ইনডোর গেমসে লুডুতে দলগতভাবে চ্যাম্পিয়ন হন ৪৪তম ব্যাচের নাফিসা তাবাস্সুম ও স্বস্তি বড়ুয়া। কেরামে দলগতভাবে চ্যাম্পিয়ন হন ৪৪তম ব্যাচের আদিত্য মজুমদার ও মো. সাইফুল ইসলাম, দাবায় চ্যাম্পিয়ন হন ৪০তম ব্যাচের আদনান কামাল চৌধুরী, চেয়ার গেমে চ্যাম্পিয়ন হন ৪১তম ব্যাচের আয়েশা সুলতানা তোফা, কিকঅফে চ্যাম্পিয়ন হন ৪৪তম ব্যাচের আফরা আনান এবং রুবিকস কিউবে চ্যাম্পিয়ন হন ৪৩তম ব্যাচের মো. আব্দুল্লাহ। আউটডোর ফুটবলে চ্যাম্পিয়ন হয় ৪৪তম ব্যাচ, রানারআপ হয় ৪১তম ব্যাচ ও তৃতীয় স্থান অর্জন করে ৪৫তম ব্যাচ। সর্বাধিক গোলদাতা হন ৪৬তম ব্যাচের ইমতিয়াজ হাসান, সেরা খেলোয়াড় নির্বাচিত হন ৪১তম ব্যাচের অন্তু দাস এবং সেরা গোলরক্ষক হন ৪৫তম ব্যাচের কাজী ইসমাইল সাহবি ইরফাত।

শিক্ষক বিভাগের প্রতিযোগিতায় কিকঅফে চ্যাম্পিয়ন হন সহকারী অধ্যাপক আসমা জোশিতা তৃষা। লুডুতে চ্যাম্পিয়ন হন সহযোগী অধ্যাপক ফারহানা শিরিন চৌধুরী। দাবায় চ্যাম্পিয়ন হন প্রভাষক অভিষেক দাস, কেরামে দলগতভাবে চ্যাম্পিয়ন হন প্রভাষক মোহাম্মদ রেজাউর রহমান চৌধুরী ও উপসহকারী প্রকৌশলী মো. অহিদুল ইসলাম এবং ফিফা (পিসি)-তে চ্যাম্পিয়ন হন প্রভাষক মুহাম্মদ নিয়ামুল হক।
সকল ক্যাটাগরির ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের হাতে অতিথিবৃন্দ সার্টিফিকেট ও পদক তুলে দেন। সর্বাধিক পুরস্কার অর্জনের জন্য ৪৪তম ব্যাচকে সেরা ব্যাচ হিসেবে ঘোষণা করা হয়, আর অংশগ্রহণের ভিত্তিতে ‘ফেয়ার প্লে’ পুরস্কার পায় ৪১তম ব্যাচ। ফুটবলের চ্যাম্পিয়ন, রানার-আপ, তৃতীয় স্থান ও ব্যাচ সেরাদের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে সিএসই বিভাগের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন ফারহানা শিরিন চৌধুরী, কিংশুক ধর, তন্বী ধুম, নুসরাত জাহান শিরিন, ধ্রুবজ্যোতি দাশ, কাজী মো. আবরার ইয়াছির, নূরতাজ রেজোয়ানা, মাহমুদুল হাসান, মো. তামিম হোসেন, নাদিম বিন হোসেন, রওশন আখতার এবং ইশতিয়াক আহমেদ সাজিদ। পুরো অনুষ্ঠানটি সমন্বয় করেন প্রভাষক রেজাউর রহমান চৌধুরী ও মাহমুদুল হাসান। পুরো প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধান করেন শিক্ষার্থী সায়েমুল হক, মোহাম্মদ তৌহিদুল ইসলাম, তন্ময় তাহসিন, মোস্তফা ওয়াসিফ, আহমেদ রেজা রাহিম, মেহেদি হাসান ও ইফতেখার মুহাম্মাদ সাইফউদ্দিন চৌধুরী। আয়োজকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা স্মারক গ্রহণ করেন বিভাগের ৫ম সেমিস্টারের শিক্ষার্থী মোহাম্মদ তৌহিদুল ইসলাম। উল্লেখ্য, শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতাটি ১১-১৩ আগস্ট ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ