
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব আবু সুফিয়ান বলেছেন, বিএনপির প্রতি জনগণের প্রত্যাশা অনেক। তাই এমন কাউকে দলের সদস্য করবেননা যার জন্য আপনাদের অর্জনগুলো নস্যাৎ হয়ে যায়। গত ১৬ বছর ধরে যারা ফ্যাসিস্টদের সঙ্গে সুবিধা গ্রহণ করেছে এবং ৫ আগস্টের পর বিএনপির পতাকার নিচে এসে নতুন করে সুবিধা নেওয়ার চিন্তা করছে। ঐ ধরণের সুবিধাভোগী ও সুযোগসন্ধানীদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা বা সদস্যপদ নবায়ন করা যাবে না। আমাদের দলের যারা নির্যাতিত, ত্যাগী নেতাকর্মী রয়েছেন তাদেরকে সবার আগে এই সদস্যপদ নবায়ন করা হবে। সমাজে যারা ভালো মানুষ, যারা পরিচ্ছন্ন ও যোগ্য তাদেরকে দলে অন্তর্ভুক্ত করতে হবে। কারণ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভবিষ্যৎতে একটি স্বচ্ছ পরিচ্ছন্ন নিরপেক্ষ ও সুষ্ঠু ধারার রাজনীতির পরিবেশ তৈরি করতে চান।
১২ আগষ্ট (মঙ্গলবার) বিকালে চান্দগাঁও মোস্তফা কনভেনশন হলে চট্টগ্রাম-৮ নির্বাচনী আসনের ০৪নং চান্দগাঁও ওয়ার্ডে বিএনপির নতুন সদস্য সংগ্রহ এবং নবায়ন কর্মসূচির “শুভ উদ্বোধন” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর গণতন্ত্র পুন:রুদ্ধারে ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনারা লড়াই করেছেন। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আপনারা দুর্বিষহ জীবনযাপন করেছেন। কোর্টের বারান্দা, উকিলের চেম্বার ও কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ ছিল আপনাদের ঠিকানা। অনেক ত্যাগ-তিতিক্ষা স্বীকার করে নিয়মতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের মাধ্যমে আপনারা স্বৈরাচার শেখ হাসিনার পতন নিশ্চিত করেছেন। তাই দু:সময়ে যেভাবে দলকে আঁকড়ে ধরেছিলেন আগামী দিনেও দলের পাশে থাকবেন। মনে রাখতে হবে, বিএনপি জনগণের দল। জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে বিএনপি রাজনীতি করে। তাই জনগণ তারেক রহমানের নেতৃত্বে যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে তা বাস্তবায়নে আপনাদের কাজ করতে হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মাহবুবুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি নাজিম উদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নকিব উদ্দিন ভুইয়া, চান্দগাঁও থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভুইয়া, মনছুর আলম।
চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য জসিম উদ্দিন এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন শ্রমিকদল নেত্রী শাহনেওয়াজ চৌধুরী মিনু, চান্দগাঁও থানা যুবদলের সাবেক আহবায়ক গোলজার হোসেন, মো. আলম, নুরুল আমিন, মো. আলমগীর, নুরুল আলম লিটন, এম. আবু বক্কর রাজু, আরিফুল ইসলাম, মো. আলমগীর, নওশাদ আল জাসেদুর রহমান, শহীদুজ্জামান, মোরশেদ কামাল, ইউসুফ আলী লিটন, ইসকান্দর হোসেন, আব্দুর রহমান আলফাজ, মো. সিরাজ, মাসুম বিল্লাহ মোহন, বাবুল দেবনাথ, নাছির উদ্দিন, আনিসুজ্জামান, জহুরুল ইসলাম জহির, ফয়সাল মোরশেদ, কামাল হোসেন খোকন, আনিকা ইসলাম মনি, মো. আমজাদ, মিজানুর রহমান, নাজিম উদ্দিন, বদিউল আলম সাইফু, আব্দুস সাত্তার, আরিফ মহিউদ্দিন, রাফি, সাগর, রুবেল মুন্সী, রুবেল, ইমরান হোসেন, মামুন প্রমুখ।