আজ : বৃহস্পতিবার ║ ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ║৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২০শে সফর, ১৪৪৭ হিজরি

খাগড়াছড়িতে অস্ত্রসহ ‘ইউপিডিএফ’ সদস্য আটক

খাগড়াছড়ির গুইমারা উপজেলার বরইতলী থেকে অস্ত্রসহ আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফের (প্রসিত গ্রুপ) একজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম কলইপা ত্রিপুরা (৩৫)। তিনি দয়া ভোষন ত্রিপুরার ছেলে।

সিন্দুকছড়ি জোনের একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তাকে গ্রেপ্তার করে।

জানা যায়, সিন্দুকছড়ি জোনের জালিয়াপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন বরইতলী এলাকায় কাঠবোঝাই গাড়ি থেকে চাঁদা নিতে আসেন ওই ব্যক্তি। খবর পেয়ে সেনাবাহিনী দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

অভিযানে একটি দেশি লংগান (এলজি), একটি কার্তুজ ও একটি বাটন ফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে গুইমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গুইমারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামূল হক বলেন, কলইপা ত্রিপুরা আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফের (প্রসিত গ্রুপ) সক্রিয় সদস্য। ওই এলাকার কালেক্টর হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ