
সাতকানিয়া প্রতিনিধি:
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী ও সাবেক সংসদ সদস্য মমতাজ অলি’র সুস্থতা কামনায় গত ২৭ জুলাই রবিবার সাতকানিয়া উপজেলার খাগরিয়া ভোর বাজার মসজিদে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাগরিবের নামাজের পর অনুষ্ঠিত এই দোয়া মাহফিলটি সাতকানিয়া উপজেলা এলডিপি এবং খাগরিয়া ইউনিয়ন এলডিপির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়। দক্ষিণ জেলা এলডিপির সদস্য ও সাতকানিয়া উপজেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম এই দোয়া মাহফিলের মূল আয়োজক ছিলেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা এলডিপির সদস্য ও সাতকানিয়া উপজেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, খাগরিয়া ইউনিয়ন এলডিপির উপদেষ্টা আমানত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আব্দু ছালাম মেম্বার, ১নং ওয়ার্ডের এলডিপি নেতা আব্দুল খালেক, খাগরিয়া ইউনিয়ন এলডিপির সদস্য নুরুল আলম, ৭নং ওয়ার্ডের সভাপতি নুরুল কবির মেম্বার, ৫নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ ইদ্রিস, সাধারণ সম্পাদক নুর মুহাম্মদ, ৬নং ওয়ার্ডের সভাপতি রাকিব কামাল, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান এবং স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলমগীর।এছাড়াও এলডিপির অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।
উপস্থিত সকলে ড. কর্নেল অলি আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী মমতাজ অলি’র দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করেন।