আজ : সোমবার ║ ২৮শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ২৮শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ║১৩ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ৩রা সফর, ১৪৪৭ হিজরি

বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের চার নেতার ৭ দিনের রিমান্ড

চাঁদাবাজির অভিযোগে রাজধানীর গুলশান থানায় দায়েরকৃত মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদসহ চার নেতাকে ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রোববার (২৭ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করে গুলশান থানার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মোখলেছুর রহমান প্রত্যেকের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্র পক্ষে শুনানি করেন শামসুদ্দোহা সুমন। বিএনপিপন্থি আইনজীবীরাও রিমান্ডে সহযোগিতা করেন।

আসামিপক্ষের জামিন আবেদন খারিজ করে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্য তিন আসামি হলেন— সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব ও মো. ইব্রাহিম হোসেন।

মামলার এজাহারে বলা হয়, গত ১৭ জুলাই সকাল ১০টায় আসামি রিয়াদ ও কাজী গৌরব অপু গুলশানের ৮৩ নম্বর রোডে সাবেক সংরক্ষিত মহিলা আসনের এমপি শাম্মি আহম্মেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার দাবি করেন। দাবি পূরণ না করলে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

এরপর ১৯ জুলাই রাতে ও ২৬ জুলাই বিকেলে ফের হুমকি দেওয়া হলে গুলশান থানা পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে হাতেনাতে আটক করে। তবে অভিযুক্ত কাজী গৌরব অপু পালিয়ে যান। বাদী সিদ্দিক আবু জাফর এ ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা করেন। তাদের মধ্যে একজন কিশোর, যিনি ‘আইনের সংঘাতে জড়িত শিশু’ হিসেবে চিহ্নিত।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ