
দেশচিন্তা ডেস্ক : দক্ষিণ এশিয়ার বৃহত্তম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান “আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া” মাদ্রাসার শাইখুল হাদীস ও সদরে মুহতামিম প্রখ্যাত আলেমে দ্বীন মুফতি হাফেজ আহমেদ উল্লাহ সাহেব (দাঃবাঃ) ব্রেইন স্ট্রোক করে নগরীর ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
২২ জুলাই, মঙ্গলবার প্রখ্যাত আলেমে দ্বীনের অসুস্থতার খোঁজ খবর নিতে হাসপাতালে দেখতে যান জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর জননেতা আনোয়ারুল আলম চৌধুরী। এসময় জেলা নায়েবে আমীর ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক সহ উলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।
সেইসাথে তিনি হাসপাতালে উপস্থিত ওলামায়ে কেরামগনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং শ্রদ্ধেয় মাওলানার সুস্থতা কামনা করে দোয়া করেন। মুনাজাত পরিচালনা করেন প্রখ্যাত আলেমে দ্বীন বায়তুশ শরফ মাদ্রাসার প্রাক্তন প্রিন্সিপাল ড. সাইয়্যেদ আবু নোমান।