
প্রেস রিলিজ | সংগঠন সংবাদ | দেশচিন্তা
দেশের রাজনৈতিক মেরুকরণ ও জাতীয় সংকট মোকাবেলায় এবার এক পথে হাঁটছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদ। ১ জুলাই, মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দুই দলের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় দেশের সামগ্রিক রাজনৈতিক অবস্থা, আগামী জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার ব্যবস্থার নানা দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
তিনি আরও বলেন, “স্থানীয় সরকার ব্যবস্থার অকার্যকারিতা জনগণের ভোগান্তি বাড়াচ্ছে। তাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের দাবিও তোলা হয়েছে। এসব দাবি পূরণ না হলে, একমত দলগুলো নিয়ে আমরা সরকারকে চাপ প্রয়োগের পরিকল্পনা নিয়েছি।”
সাংবাদিকদের প্রশ্নে ডা. তাহের বলেন, “ফ্যাসিবাদবিরোধী ইসলামী দলসহ অন্যান্য গণতান্ত্রিক দল নিয়ে একটি নির্বাচনপূর্ব জোট গঠনের উদ্যোগ নিয়েছে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদ।”
গণঅধিকার পরিষদের সভাপতি জনাব নূরুল হক নূর তাঁর বক্তব্যে ‘জুলাই সনদ’ ও ‘জুলাই ঘোষণাপত্র’ বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন।
সভায় জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন
মাওলানা রফিকুল ইসলাম খান (সহকারী সেক্রেটারি জেনারেল),
ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি),
মাওলানা আবদুল হালিম,
এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
গণঅধিকার পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন- সভাপতি নূরুল হক নূর, মুখপাত্র ফারুক হাসান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিলউজ্জামান, আব্দুজ জাহের, হাবিবুর রহমান রিজু ও রবিউল হাসান।
সভা শেষে এক যৌথ ব্রিফিংয়ে জামায়াতের নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের জানান, “উভয় দল জাতীয় সংকটের সময়ে একসাথে কাজ করতে সম্মত হয়েছে। আমরা প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছি, যাতে সব রাজনৈতিক দলের মতামত যথাযথ প্রতিফলন পায়।”