
ফারুকুর রহমান বিনজু, প্রতিনিধি (পটিয়া) চট্টগ্রাম : চট্টগ্রাম পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের বাড়ৈকারা গ্রামের নিজ বাড়ির সামনে থেকে মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারী বিকাল ৫টায় অপহৃত হয় ৪ বছরের শিশু আয়াত।আয়াতের চাচা হাবিব উল্লাহ জানান সন্ধায় বাড়ি ফিরে না আসায় স্বজনরা বাড়ির আশেপাশে,পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন।
এমন সময়ে অচেনা একটি মোবাইল থেকে তাকে জানানো হয় আয়াতকে অপহরণ করা হয়ছে তাকে ছাড়তে ৫লাখ টাকা লাগবে। কন্ঠটি তিনি চিনে ফেলেন বাড়ির পাশ্ববর্তী হৃদয়ের। তাকে চিনতে পারাটি বুঝতে না দিয়ে সাথে সাথে ফোন দিয়ে আয়াতকে পাওয়া যাচ্ছে না, তাকে খুঁজতে সহযোগিতা করতে বাড়ি ফিরতে বলি।
হৃদয় বাড়ি ফিরার সাথে সাথে এলাকাবাসী ধরে ফেলেন এবং আয়াত কোথায় জানতে চান।এক পর্যায়ে সে স্বীকার করেন আয়াত রাসেলের কাছে। তার মাধ্যমে রাসেলকে ফোন দেন যেন আয়াতকে শান্তিরহাট নিয়ে আসেন।কথামত রাসেল আয়াতকে শান্তির হাটে নিয়ে আসলে স্হানীয়রা দুজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।মো:হৃদয়(৩০)পীং-মো:আবচার,বাড়ৈকাড়া গ্রাম,বড়লিয়া ইউনিয়ন,পটিয়া। মো:রাসেল(২০) পীং নাসির আহমদ, ছিরার টেক, শিকলবাহা ইউনিয়ন কর্ণফুলী,সহ অজ্ঞাত ৩জনকে আসামি করে আয়াতের চাচা হাবিবউল্লাহ বাদী হয়ে পটিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।আয়াত বাড়ৈকারা গ্রামের বড়লিয়া ইউনিয়নের প্রবাসী মাহবুল আলমের পুত্র।
পটিয়া থানার উপপরিদর্শক জুয়েল উদ্দিন বলেন চিপস আচারের লোভ দেখিয়ে ৪বছরের শিশুকে অপহরণ করে মুক্তিপণের অভিযোগে থানায় একটি অপহরণ মামলা দায়ের হয় তা তদন্ত করে আর কেউ আছে কিনা তা যাচাই করে দেখা হবে।