আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

তাফসীর মাহফিল সংক্রান্ত বিষয়ে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা

দেশচিন্তা ডেস্ক : আগামী ২৭ থেকে ৩১ জানুয়ারীর ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল এর এন্তেজামিয়া কমিটির সদস্যদের নিয়ে অনুষ্ঠিতব্য “প্রথম সভা’র” প্রস্তুতির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে এক মতবিনিয়ম সভা গতকাল বিকাল ৪.৩০ টায় পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম এর সভাপতি জনাব অধ্যক্ষ মুহাম্মদ তাহের।

 

পরিষদ সহ-সাধারণ সম্পাদক জনাব শফিউল আলম ছুবহানী’র সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন পরিষদ এর সাংগঠনিক সম্পাদক জনাব সলীমুল্লাহ জামান, উত্তর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জনাব আব্দুল জব্বার, প্রাক্তন ছাত্র প্রতিনিধি জনাব আ ন ম জুবায়ের। ছাত্র প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রশিবির মহানগরী উত্তর সভাপতি জনাব ফখরুল ইসলাম বাবু, ছাত্রশিবির মহানগরী দক্ষিণ সভাপতি জনাব শহীদুল ইসলাম, চট্টগ্রাম কলেজ সভাপতি ওয়াকিল আহমেদ, মহসিন কলেজ সভাপতি আনোয়ার হোসাইন, জনাব ওয়াসিম, বিশিষ্ট রাজনীতিবীদ মুক্তিযোদ্ধা জনাব রমজান আলী এবং পরিষদ নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ এনামুল হক প্রমুখ।

 

উক্ত মতবিনিময় সভার আলোচনার এক পর্যায়ে অধ্যক্ষ মুহাম্মদ তাহের সাহেব বলেন, ‘ বীর চট্টলার তৌহিদী জনতার আশা আকাঙ্খার ফলে এবং ইসলাম ও মুসলিম জাতীর প্রয়োজনের আলোকে এই তাফসীর মাহফিল।
জাতীর এই ক্রান্তিলগ্নে শহীদ আল্লামা সাঈদী রহঃ কে স্মরণ করে তিনি বলেন সর্বদল মত ও ধর্মের জনগণকে স্ব স্ব ধর্মীয় অনুশাসন মেনে চলা এবং ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার লক্ষ্যে দিক নির্দেশনা দিতেন।

এই প্রথম শহীদ আল্লামা সাঈদী এবং এই পরিষদ এর প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শায়খুল হাদীস আল্লামা শামসুদ্দিন রহঃ কে ছাড়া তাফসীর মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপস্থিত সকলকে সাথে নিয়ে মরহুমের রুহের মাগফিরাত ও উত্তম জাযা কামনা করে উক্ত সভা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ