এস এম জাকারিয়া, মীরসরাই (চট্টগ্রাম ) প্রতিনিধি : আমাদের সকলকে জাতীয় ঐক্য সৃষ্টির কাজে এগিয়ে আসতে হবে – মীরসরাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বক্তারা এভাবে দায়িত্বশীল ও কর্মীদের উদ্দেশ্যে নসিহত করেন।
অদ্য ৭ নভেম্বর, এর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। মীরসরাই পৌরসভাস্থ লতিফিয়া গেইটে অবস্থিত মাসজিদে জামে আন নূর এর পার্শ্বস্থ উপজেলা জামায়াতের নিজস্ব কার্যালয়ে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর জননেতা জনাব মাওলানা নূরুল কবীর।
বাদে আছর হতে শুরু হওয়া অনুষ্ঠানে পৌরসভা রোকন মিঠুন আলীর সঞ্চালনায় এবং পৌরসভার অফিস সেক্রেটারি এস এম জাকারিয়ার কুরআন তিলাওয়াতের মাধ্যমে আরম্ভ হওয়া উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মীরসরাই পৌরসভা আমীর জনাব মাওলানা শিহাব উদ্দিন।
এসময় উক্ত অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ১২নং খৈয়াছড়া ইউনিয়ন জামায়াতের আমীর জনাব হাফেজ মাওলানা একরামুল হক।
মীরসরাই উপজেলার ( ৯-১৬ ) নং ইউনিয়ন ও মীরসরাই পৌরসভা নিয়ে গঠিত মীরসরাই উপজেলা শাখা জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বক্তারা তাদের বক্তব্যে ১৭৫৭ থেকে অদ্যাবদি সংগঠিত বিভিন্ন আন্দোলন সংগ্রামের ইতিহাস তুলে ধরেন। এর পাশাপাশি তারা এসকল আন্দোলন সংগ্রামে বারংবার কাদের দ্বারা চলমান গতি ব্যাহতব হয়েছে তাও স্পষ্ট করেন।
এসময় বক্তারা বলেন আমাদের নিজেদের মধ্যে থেকে, আমাদের বাঙালি জাতি থেকে, মুসলমানদের থেকেই মূলত এক শ্রেণির মীরজাফর তৈরী হয়েছিল, এরাই আন্দোলন সংগ্রামের গতিপথে বাধার সৃষ্টি করেছিলো। যুগে যুগে এই মারাত্মক পদলেহকারী গোষ্ঠী নিজেদের পকেট ভারী করার জন্য বিরোধী শক্তির সাথে হাত মিলিয়ে প্রতারণা করার মাধ্যমে আপামর জনসাধারণের জীবন-মান ক্ষুন্ন করেছিলো।
৫ আগস্ট’২৪ এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর এখন আমাদের এসকল অপশক্তিকে চির জনমের মতো দাফন করে দিয়ে জনকল্যাণমুখী ও দেশ-জাতির উন্নয়নমুখী কাজে সকলকেই জান ও মাল নিয়ে এবং সর্বোচ্চ ত্যাগের মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে।পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাতের মাধ্যমে মাগরীব পূর্ব মুহূর্তে অনুষ্ঠান সমাপ্ত হয়।