আজ : রবিবার ║ ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ║২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ║ ৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

ডা. শাহাদাতই মেয়র চট্টগ্রাম সিটি করপোরেশনের গেজেট প্রস্তুত

দেশচিন্তা ডেস্ক : চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের সাড়ে তিন বছর পর বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (৮ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের প্রশাসন শাখা থেকে স্বাক্ষর হয়ে গেজেটটি প্রকাশের অপেক্ষায় রয়েছে। আজ (মঙ্গলবার) রাতে কিংবা আগামীকাল সকালে গেজেট প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এরপর শিগগির শপথ নিয়ে মেয়র পদে অধিষ্ঠিত হতে যাচ্ছেন বিএনপি নেতা ডা. শাহাদাত।

 

এর আগে ১ অক্টোবর ডা. শাহাদাত হোসেনকে বিজয়ী ঘোষণা করে ১০ দিনের মধ্যে এ বিষয়ে গেজেট প্রকাশের নির্দেশ দেন চট্টগ্রাম প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ খাইরুল আমীনের আদালত।

এদিকে, ডা. শাহাদাতকে মেয়র করে গেজেট প্রকাশের খবরে চট্টগ্রাম নগরের বিভিন্ন জায়গায় বিএনপি নেতা-কর্মীরা আনন্দ মিছিল বের করেন। এসময় তাঁরা নানা স্লোগান দিয়ে শাহাদাত হোসেনকে মেয়র হিসেবে স্বাগত জানান।

 

২০২১ সালের ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়। দিনভর গোলাগোলি, সংঘর্ষ, হামলার ঘটনার মধ্যে ভোটগ্রহণ শেষে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং অফিসার। এ সময় নির্বাচনের ফলাফল প্রত্যাখান করে ফলাফল বাতিল ও পুনরায় নির্বাচনের দাবি করেছিলেন বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন। পরে ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি নির্বাচনী ট্রাইব্যুনালে ওই নির্বাচনে কারচুপির অভিযোগে ৯ জনকে বিবাদী করে মামলা করেন মেয়র প্রার্থী ও নগর বিএনপির সাবেক আহ্বায়ক শাহাদাত হোসেন।

 

এদিকে গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর মেয়র রেজাউল করিম চৌধুরীকে অপসারণ করে ১৯ আগস্ট চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলামকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ