দেশচিন্তা নিউজ ডেস্ক:
চট্টগ্রাম পটিয়ায় জঙ্গলখাইন ইউনিয়নে ইয়াকুবদন্ডী গ্রামে সম্প্রতি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দেখতে যান বিজিএমইএ’র সহ-সভাপতি ও দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাস্কৃতিক সম্পাদক মোহাম্মদ নাছির।
তিনি ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ঘুরে ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এসময় তিনি সমেবতদের উদ্দেশ্যে বলেন, অগ্নিকান্ড থেকে রেহাই পেতে সতর্ক থাকতে হবে আমাদের। সতর্কতাই পারে আগুনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করতে। আমি রাজনীতি করি মানুষের কল্যানে। যাতে করে মানুষের দুঃখ দুর্দশায় মানুষের পাশে থাকতে পারি। আমি পটিয়াকে স্বর্নিভর পটিয়া হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। চাই শুধু আপনাদের সহযোগিতা।
পরে তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করেন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা রাশেদ মনোয়ার, কাজী আবু তৈয়ব, সেলিম নবী, মোহাম্মদ নাছির, জয়নাল আবেদীন, সবুজ বড়ুয়া, মোহাম্মদ মাঈনুদ্দীন চৌধুরী, আশীষ তালুকদার, মফিজুল ইসলাম, শাহ আলম, এম সাঈদ, সাইফুল করিম, আবদুল করিম, মহিউদ্দিন মহি, মঈন উদ্দীন মনির, মহিলা নেত্রী সাজেদা বেগম, প্রতিমা চৌধুরী, হাছিনা বেগম, ইউনুছ সওদাগর, দিদারুল হক জসিম, আলী ওসমান, নাজিম উদ্দিন, সৈয়দ তালুকদার, নাজিম উদ্দিন তালুকদার, সমশেদ হিরু, গিয়াস উদ্দিন মেম্বার, সাহেদ মেম্বার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম লিটন, সাবেক সাধারণ সম্পাদক অনুজ বড়ুয়া, জামাল উদ্দিন, মোহাম্মদ এনাম, মিজানুর রহমান, এরশাদুল আলম, আবুল কালাম, রাশেদ বিন কাদের, রফিক উদ্দিন, এস এম পারভেজ, তড়িৎ চৌধুরী, জালাল উদ্দিন, আনিসুর রহমান, এস এম আনসার উল্লাহ, সাজ্জাদ হোসেন, মোবাশ্বের আলম, ওয়াসিব সাকিব প্রমুখ।