
দেশচিন্তা নিউজ ডেস্ক:
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেছেন বহাদ্দারহাট থেকে কালুরঘাট পর্যন্ত চার লেইন বিশিষ্ট সড়কটি আলাদাভাবে ডেডিকেট বাস লেইনসহ সড়কটির সৌন্দর্যকরণ,সবুজায়ন এবং আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এডিপি’র অর্থায়নে এ প্রকল্পের কাজ দ্রুত সময়ের মধ্যে শুরু হবে । এ প্রকল্পের ব্যয় ধরা হয়ে হয়েছে ৭২কোটি টাকা। আজ ২৯ অক্টোবর সোমবার সকালে বহাদ্দারহাটে দি প্রিমিয়ার ব্যাংক এর ১০৫তম শাখা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দি প্রিমিয়ার ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এম রিয়াজুল করিম এফসিএমএ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দি প্রিমিয়ার ব্যাংকের উপদেষ্ঠা মুহাম্মদ আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল জব্বার চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী চসিক কাউন্সিলর মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ ও শৈবাল দাশ সুমন, চাকসু’র সাবেক ভিপি মো. নাজিম উদ্দিন, মো. ইসা, মো. ফেরদৌস বক্তব্য রাখেন। সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নিবার্হী কমিটি (একনেক)এ সভায় ১২৩০কোটি টাকার অনুমোদিত প্রকল্পের অংশ হিসেবে এ প্রকল্প বাস্তবায়িত হবে। বহাদ্দরহাট থেকে কালুরঘাট পর্যন্ত সড়কে মিড আইল্যান্ড,রাস্তার উভয় পাশে ড্রেন,ফুটপাত,জনগণের চলাচল পথসহ সৌন্দর্যকরণ এবং আলাদা ডেডিকেট বাস লেইন ও যাত্রী সাধারণের উঠা নামা ব্যবস্থা থাকবে। দ্রুত সময়ের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ শুরু হবে। এ প্রকল্পের কাজ শেষ হলে দৃষ্টিনন্দন একটি সড়ক হিসেবে গন্য হবে বলে মেয়র উল্লেখ করেন। তিনি বলেন প্রান্তিক জনগোষ্ঠিকে ব্যাংকিং সেবার আওতায় আনতে নিরলসভাবে কাজ করছে দি প্রিমিয়ার ব্যাংক লিঃ। বেসরকারী ব্যাংকগুলো তাদের সেবার মাধ্যে ম মানুষের আস্থা অর্জন করে চলেছে। এই শাখা উদ্বোধনের মধ্যদিয়ে এই এলাকার জনগোষ্টি আধুনিক ও ডিজিটাল ব্যাংকিংয়ের সেবা পাবে বলে তিনি প্রত্যাশা রাখেন। সমাবেশের উদ্দেশ্য মেয়র আপনাদের অন্যান্য ব্যাংকে একাউন্ট থাকলেও এই ব্যাংকে একটি একাউন্ট খুলে সমৃদ্ধির পথে তাদের সাথে শামিল হওয়ার আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে প্রথিত যশা ব্যাংকার ও ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলী বলেন দেশের ৬০ শতাংশ মানুষ এখনও ব্যাংকিং সেবার আওতার বাইরে। আমরা তাদেরকে অচিরেই ব্যাংকিং সেবার আওতায় আনার জন্য কাজ করে যাচ্ছি। এসএমই খাতকে গুরুত্ব দিয়ে দেশের উদ্যোক্তা সৃষ্টি ও মানুষকে আর্থিকভাবে স্বাধীন করতে কাজ করছি। ব্যাংক সেবার মাধ্যমে দেশের অর্থনীতি প্রবৃদ্ধি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। সভা শেষে বহদ্দারহাট আরাকান রোডস্থ প্রিমিয়ার ব্যাংক লি. এর ১০৫তম নতুন শাখার ফিতা কেটে উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংক লি. এর উর্ধ্বধন কর্মকর্তা, চট্টগ্রাম অঞ্চলের শাখা প্রধানবৃন্দ।
অনুষ্ঠান থেকে ফেরার পথে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন কাপাসাগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজ পরিদর্শনে যান। এ প্রতিষ্ঠানটি কলেজ এবং স্কুল শাখার দীর্ঘ দিনের ভবন সংকট দুরীকরণের লক্ষ্যে কলেজ শাখার জন্য একটি বহুতল ভবন নির্মাণ এবং স্কুল শাখার জন্য একটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে প্রাপ্ত বহুতল ভবনের স্থান নির্ধারন সরেজমিনে পরিদর্শন করেন মেয়র। এ সময় কাউন্সিলর শৈবাল দাশ সুমন, অধ্যক্ষ মনোয়ার জাহান বেগম, প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন ও প্রকৌশলী ফরহাদুল আলম উপস্থিত ছিলেন।