আজ : বুধবার ║ ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ║ ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ঐক্যফ্রন্টের দেওয়া জনগণের দাবি সাত দফা না মানলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে

নিজস্ব প্রতিবেদক:

ড. কামাল হোসেন বলেন, সরকারকে দেওয়া ঐক্যফ্রন্টের সাত দফা দাবি মেনে নেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, সরকারকে অনুরোধ করবো এ সাত দফা দাবি মেনে নিতে।এ সাত দফা জনগণের দাবি। জনগণের কথা অমান্য করলে সরকার যে শাস্তির মুখোমুখি হবে তা তারা কল্পনাও করতে পারবে না।’

লালদীঘি মাঠে কেন সমাবেশের অনুমতি দেয়নি প্রশাসন। এ মাঠ কারও ব্যক্তিগত সম্পদ নয়, জনগণের সম্পদ। সড়কের এক পাশে চিপা জায়গায় অনুমতি দিয়ে সংবিধান লঙ্ঘন করেছে প্রশাসন। আমি এটির জন্য মামলা করবো, এ ঘটনায় জড়িতদের শাস্তি পেতেই হবে।’‘জনগণের কথা না শুনলে সরকারকে অকল্পনীয় শাস্তির মুখোমুখি হতে হবে।

জাতীয় ঐক্যফ্রন্টের চট্টগ্রামের মহাসমাবেশ চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ ফোরাম সভাপতি ড. কামাল হোসেন। প্রধান বক্তা ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিশেষ অতিথি ছিলেন জে এস ডি সভাপতি আ স ম আবদুর রব, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডঃ খন্দকার মোশারফ হোসেন, ব্যারিষ্টার মওদুদ আহেম্মদ, গণফোরামের সদস্য সচিব মোস্তাফা মহসিন মন্টু, গণ স্বাস্থ্য কেন্দ্রের পরিচালক ডাঃ জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্য আহবায়ক মাহমুদুর রহমান মান্না, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোঃ মনছুর, কল্যাণ পার্টি চেয়ারম্যান জেনারেল সৈয়দ মোঃ ইব্রাহিম, গণ ফোরামের নির্বাহী সভাপতি এড সুব্রত চৌধুরী, জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, নাগরিক ঐক্য সদস্য সচিব মোস্তাফা আমিন, এলডিপি মহাসচিব ডঃ রেদোয়ান আহম্মেদ, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মোঃ শাজহাজান, মীর মোঃ নাছির উদ্দীন, তানিয়া রব। বক্তব্য রাখেন, বিএনপির উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবুল খায়ের ভুইয়া, জয়নাল আবেদীন ফারুক, ডঃ সুকোমল বডুয়া, গোলাম আকবর খন্দকার, ফজলুল হক ফজু, গণ ফোরাম কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আ হ ম শফিউল্লাহ, সহ সভাপতি জগলুল হায়দার আফ্রীদি, ব্যারিষ্টার মাহবুব উদ্দীন খোকন, জেএসডি কেন্দ্রীয় নেতা জহির উদ্দীন শপন, খায়রুল কবির খোকন, জাতীয় পার্টির আহসান হাবিব লিংকন, গোলাম জিলানী চৌঃ, শহীদ উদ্দীন চৌ এ্যনি, শাহাদাত হোসেন সেলিম, লুৎফর রহমান কাজল, আবদুল ওয়াদুদ ভুইয়া, আবু সুফিয়ান, নুরী আরা সাফা, জাফরুল ইসলাম চৌ, সোহরাব হোসেন, শাহজান চৌ, ম্যা মা চিং, গাজী শাহজান জুয়েল, এড. জানে আলম, মো শাহ আলম, রেহেনা আকতার রানু, চাকসু ভিপি নাজিম উদ্দীন, ইঞ্জিনিয়ারবেলায়েত হোসেন। সমাবেশ পরিচালনা করেন নগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এস এম সাইফুল আলম। দুপুর ১ টার আগেই মূল সমাবেশ শুরু হয়। শুরুতে কোরান তেলওয়াত করেন হান্নান জিলানী, গিতা পাঠ করেন সৌরভ প্রিয় পাল ও ত্রিপিটক পাঠ করেন জগত ভিক্ষু।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ